পরবর্তী চ্যাম্পিয়নস ট্রফিতে টি-টোয়েন্টি ক্রিকেট?
সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফি দারুণ সাড়া ফেলেছিল। বিশ্বকাপের পর দ্বিতীয় মর্যাদাপূর্ণ এই আসরটি বরাবরই উত্তেজনায় ঠাসা থাকে। এবারও তার ব্যত্যয় ঘটেনি। এরই মধ্যে ঠিক হয়ে গেছে আগামী ২০২১ সালে চ্যাম্পিয়নস ট্রফি কোথায় বসছে। পরের আসরটি ভারতে হওয়ার কথা থাকলেও এখন নাকি ওয়ানডে টুর্নামেন্টটি বাদ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেট আয়োজনের পরিকল্পনা নিচ্ছে আইসিসি।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, টি-টোয়েন্টি ক্রিকেটকে আরো জনপ্রিয় করার উদ্যোগের অংশ হিসেবে আইসিসি ১৬ বা ২০ দলকে নিয়ে ওয়ানডের জায়গায় টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে চায় তারা। আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন এরই মধ্যে আইসিসিরি পরিকল্পনার কথা জনিয়েছেন।
এ ব্যাপারে রিচার্ডসন বলেন, ‘দর্শকদের আগ্রহের কথা বিবেচনা করে আমরা বৈশ্বিক টুর্নামেন্টগুলোকে নিয়ে আলাদা করে পরিকল্পনা নিচ্ছি। যদি আমাদের এই পরিকল্পনার বাস্তবায়ন হয়, আশা করছি ক্রিকেট উপকৃত হবে।’
আট জাতির সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে। ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে তারা। যদি পরবর্তী আসরটি টি-টোয়েন্টি হয় তাহলে পাকিস্তানই হবে চ্যাম্পিয়নস ট্রফির সর্বশেষ চ্যাম্পিয়ন দল।

ক্রীড়া প্রতিবেদক