আমলাকে নিয়ে সাকিব-মুশফিকদের জুমার নামাজ
সকাল থেকে অঝোরে বৃষ্টি। তাই ক্রিকেটাররা আর শেরেবাংলা স্টেডিয়ামে যাননি, সোনারগাঁও হোটেলের রুমে বন্দি ছিলেন। দুপুর সোয়া ১২টার দিকে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণার পর জুমার নামাজ পড়ার সিদ্ধান্ত নেন তাঁরা। হোটেলের পাশে হাতিরঝিলসংলগ্ন বাংলামোটর জামে মসজিদে নামাজ পড়েন মুশফিক-সাকিবরা। তাঁদের সঙ্গী ছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলাও।
দক্ষিণ আফ্রিকা দলের লিয়াজোঁ কর্মকর্তা ও সাবেক ব্যাটসম্যান হাসানুজ্জামান ঝরু বলেছেন, ‘জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে জুমার নামাজ পড়েছেন হাশিম আমলা। প্রোটিয়া অধিনায়ক সবার সঙ্গে বাংলাদেশ দলের বাসে করেই মসজিদে গেছেন।’
আমলাকে নিয়ে একসঙ্গে জুমার নামাজ পড়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, জুবায়ের হোসেন, রুবেল হোসেন, তাইজুল ইসলাম ও নাসির হোসেন। মসজিদে যাওয়ার পথে টিম বাসে সতীর্থদের সঙ্গে তোলা সেলফি ফেসবুকে পোস্টও করেছেন নাসির।
গত শুক্রবারও চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর ক্রিকেটাররা জুমার নামাজ পড়েছিলেন। সেদিন তাঁরা নামাজ পড়েছিলেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামসংলগ্ন সিটি করপোরেশন মসজিদে।