আয়ারল্যান্ডের বিপক্ষে ‘এ’ দলের আয়েশী জয়
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড ‘এ’ দল। স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে তাদের এই সিদ্ধান্ত যে সঠিক ছিল না, তা প্রমাণ হয়েছে ম্যাচ শেষে। আজ মঙ্গলবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বিশাল ব্যবধানে হেরেছে সফরকারী দলটি। ম্যাচে আট উইকেটে জিতেছে বাংলাদেশ।
প্রথমে ব্যাট করতে নেমেই বিপর্যয়ের কবলে পড়ে আয়ারল্যান্ড ‘এ’ দল। দলীয় মাত্র ৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অতিথি দলটি। এই বিপর্যয় কাটিয়ে উঠতে না পারায় ১০৩ রানেই ইনিংস গুটিয়ে নেয় তারা। পেসার আবু হায়দার রনি ২৯ রানে তিনটি এবং স্পিনার সানজামুল ইসলাম দুই উইকেট নিয়ে তাদের ব্যাটিংয়ে ধস নামান।
লক্ষ্য ছোট, তাই এই রান টপকাতে খুব একটা বেগ পেতে হয়নি বাংলাদেশকে। ২৩ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সর্বোচ্চ ৪১ রান করেন। তিন শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন।
সিরিজে এর আগে দুটি ম্যাচের একটি পরিত্যক্ত হয়েছে, আর অন্যটিতে জিতেছে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক