এটাই কি ফুটবলের সেরা একাদশ?
আচ্ছা একবার ভাবুন তো, আপনার দলে দুই প্রান্ত থেকে প্রতিপক্ষকে আক্রমণ করছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। আর সেন্ট্রাল স্টাইকার হিসেবে রয়েছেন নেইমার। মধ্যভাগে আন্দ্রেস ইনিয়েস্তা, লুকা মডরিচ ও টনি ক্রসের মতো বিশ্বস্ত সেনানীরা রয়েছেন। আর রক্ষণভাগটা সামলাচ্ছেন মার্সেলো, লিওনার্দো বোনুচ্চি, সার্জিও রামোস ও দানি আনভেজের মতো বিশ্ববিখ্যাত ডিফেন্ডার। আর গোলপোস্টের নিচে রয়েছে বুফনের বিশ্বস্ত দুটি হাত। তাহলে কেমন হতো বলুন তো? জানি চোখ চকটক করছে আপনার। বিশ্বাসই হচ্ছে না এমন হতে পারে। হ্যাঁ, হতেই পারে। এবারের ফিফা বর্ষসেরা দল এটি।
ফিফার সদস্যভুক্ত দেশগুলোর অধিনায়ক, কোচ, সাংবাদিক, আর ভক্তরা নির্বাচিত করলেন এমনা একটি একাদশ। ৪৩.১৬ শতাংশ ভোট পেয়ে ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মেসি পেয়েছেন ১৯.২৫ শতাংশ ভোট। প্রায় সাতভাগ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। পরের নামগুলো বুফন (৬.৮২%), রামোস ৩.৩৪%, মডরিচ ৩.৩৩, ক্রুস ২.৭০, মার্সেলো ২.০৯%। এবার ফিফার সেরা গোলরক্ষক হয়েছেন জিয়ানলুইজি বুফন। জুভেন্টাসের এই গোলরক্ষক পেয়েছেন ৪২.২২ শতাংশ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিল রিয়াল মাদ্রিদের কেইলর নাভাস।
এবারের পুরস্কার বিতরণী রাতটা ছিল রিয়াল মাদ্রিদের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ লা লিগা, ফিফা ক্লাব বিশ্বকাপ জেতা দলটির পাঁচ ফুটবলার রয়েছেন সেরা একাদশে। রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার থেকে রয়েছেন দুজন। প্যারিস সেইন্ট জার্মেইন থেকে রয়েছেন দুজন আর বাকি দুজন এসেছেন জুভেন্টাস থেকে। ফিফা বর্ষসেরা কোচের ট্রফিটিও উঠল রিয়াল কোচ জিনেদিন জিদানের হাতে।
তবে অবাক করার মতো বিষয় হলো, এবারের ফিফা বর্সসেরার একাদশে নেই ইংলিশ প্রিমিয়ার লিগের কেউই। অ্যালেক্সিজ সানজেচ, দিয়েগো কস্তা, মেসুত ওজিল, ইব্রাহিমোভিচ, ইডেন হ্যাজার্ড, ফিলিপে কৌতিনহো, সার্জি আগুয়েরোসহ আরো অসংখ্য ফুটবলারের বিচরণ ইংলিশ প্রিমিয়ার লিগে। অথচ পৃথিবী সেরা লিগের একজন ফুটবলারও নেই ফিফার বর্ষসেরা একাদশে। বিষয়টি যথেষ্ট বিস্ময়ের।
সব মিলিয়ে আলোচনায় এখন রোনালদো, মেসি, নেইমার, বুফন, রামোসরা। এরই মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে এটিই কি বর্তমানে বিশ্বের সেরা একাদশ। একাদশটা দেখুন, তারপর আপনিই বলুন এই একাদশ নিয়ে মাঠে নামার ইচ্ছে করছে কি না আপনার!

স্পোর্টস ডেস্ক