নতুন কোচ নিয়ে ভাবছেন না মাশরাফি
সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন চন্ডিকা হাথুরুসিংহে। তাঁর এই পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। অবশ্য এরই মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে, কে হচ্ছেন জাতীয় দলের পরবর্তী কোচ। আলোচনায় এসেছে বেশ কয়েকজনের নামও। তবে বিষয়টি নিয়ে মোটেও ভাবতে চান না বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। যে কোচ আসুক না কেন তাঁর অধীনে খেলতে প্রস্তুত নড়াইল এক্সপ্রেস।
কোচ নিয়ে ভাবনা বোর্ডের ওপরই ছেড়ে দিয়েছেন মাশরাফি। এ ব্যাপারে তিনি বলেন, 'আজ পর্যন্ত যে কজন কোচ এসেছেন, খেলোয়াড়ের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমিও মনে করছি না এ ব্যাপারে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করার প্রয়োজন আছে। আমাদের কাজ মাঠে খেলা, যে কোচই আসুক না কেন তাঁর পরিকল্পনা মতে খেলা। এটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই আমাদের। বোর্ডই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।'
সে কোচ স্থানীয় নাকি বিদেশি সেটাও জানার আগ্রহ নেই বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কের, 'আমাদের দেশের কারো হাতে নতুন কোচের দায়িত্ব দেওয়া হবে কি না, সেটা নিয়ে আমার পরিষ্কার কোনো ধারণা নেই। বিসিবি কোচের ব্যাপারে যে সিন্ধান্ত নেবে সেটা আমাদের মেনে নিতেই হবে। কারণ আমরা বিসিবির অধীনে খেলে থাকি। যিনিই দায়িত্ব নিক তাঁর সঙ্গে মানিয়ে নেয়েই আমাদের খেলতে হবে।'
২০১৪ সালের মেতে বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব পেয়েছিলেন হাথুরু। তাঁর অধীনে বাংলাদেশ যে দারুণ সাফল্য পেয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। লঙ্কান এই কোচের দায়িত্বের সময়ে ঘরের মাঠে টানা পাঁচটি ওয়ানডে সিরিজ জিতেছে লাল-সবুজের দল। ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে সিরিজ জয়, বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠা, চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠেছিল লাল-সবুজের দল। তা ছাড়া টেস্টে প্রথমবারের মতো ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ দলকে এসব দারুণ সাফল্য এনে দেওয়ায় দ্বিতীয় মেয়াদে ২০১৯ সাল চুক্তি করা হয়েছিল হাথুরুর সঙ্গে। কিন্তু মেয়াদ শেষ হওয়ার প্রায় দেড় বছর আগে সরে দাঁড়াচ্ছেন তিনি। শোনা যাচ্ছে তিনি শ্রীলঙ্কা জাতীয় দলের কোচ হতে পারেন। শ্রীলঙ্কান সংবাদমাধ্যমের খবর, তাঁর সঙ্গে নাকি চুক্তি প্রায় নিশ্চিত।

ক্রীড়া প্রতিবেদক