নিজেরদের 'চোকার্স' ভাবতে চান না মাশরাফি
এ নিয়ে চারবার সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। পারেনি কোনো বড় আসরের শিরোপা জিততে। তাই আবারো ধুলিস্যাৎ হয়েছে শিরোপা স্বপ্ন। এখন তুলনা শুরু হয়ে গেছে দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে। তাহলে কি বাংলাদেশ এখন চোকার্স দলে পরিণত হয়েছে? অবশ্য বাংলাদেশ দলকে 'চোকার্স' বলাটা অবান্তর বলে মনে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে হেরে গেছে বাংলাদেশ ৭৯ রানের বড় ব্যবধানে। এ হারের পর লাল-সবুজের দলকে চোকার্সের তকমা দিতে চান কেউ কেউ। এ প্রসঙ্গে মাশরাফি বলেন, 'বাংলাদেশ দলকে চোকার্স বলা বা দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে তুলনা করা ঠিক হবে না। আপনি যদি দক্ষিণ আফ্রিকা দলের ক্রিকেট ইতিহাস দেখেন, তারা কতটা সমৃদ্ধ। তাদের ব্যর্থতার সঙ্গে আমাদের ব্যর্থতাটাকে মেলানো ঠিক হবে না।'
তবে এদিন ফাইনালে জয়ের সুযোগ ছিল বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক, 'এই ম্যাচে আমাদের জয়ের সুযোগ ছিল। কিন্তু আমরা পরিনি। ব্যাটসম্যানরা আরেকটু ধরে খেললে সাফল্য পাওয়া যেতো।'
এর আগে ২০০৯ সালে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ, ২০১২ সালে এশিয়া কাপের ফাইনাল এবং ২০১৬ সালে এশিয়া কাপ টি-টোয়োন্টির ফাইনালে উঠেও শিরোপা হাতছাড়া করে বাংলাদেশ। এ নিয়ে চতুর্থবার আরো একটি টুর্নামেন্টের শিরোপা জিততে ব্যর্থ হয়েছে লাল-সবুজের দল।

ক্রীড়া প্রতিবেদক