ফুটবলের মাঠে হঠাৎ টেনিস বল বৃষ্টি!
ফুটবল আর টেনিস- দুটো ভিন্ন ভিন্ন খেলা হলেও জার্মানিতে ফুটবলের মাঠে দেখা মিলল অজস্র টেনিস বলের। বুন্দেসলিগার এক ম্যাচে দর্শকরা প্রতিবাদের ভাষা হিসেবে বেছে নিয়েছিল টেনিস বলকে। তাই মাঠে টেনিস বল ছুঁড়েই ভক্তরা জানাল নিজেদের অসন্তুষ্টির কথা। মাঠে এত বেশি পরিমাণ টেনিস বল জমে গিয়েছিল যে, বেশ কিছুটা সময় লেগেছে সেগুলো সরাতে।
গতকাল সোমবার বুন্দেসলিগার লড়াইয়ে ফ্রাঙ্কফুট আতিথ্য দিয়েছিল আরবি লিপজিগকে। তবে দর্শকদের ‘টেনিস-কান্ডে’ ম্যাচটা মাঠে গড়াতে হয়েছে বিলম্ব। মাঠকর্মীদের ব্যস্ত একটা সময় গেছে সমর্থকদের ছুঁড়ে মারা টেনিস বল সরাতে সরাতেই।
জার্মান ফুটবল ক্লাব ফ্রাঙ্কফুটের এক ম্যাচে ঘটেছে এমন বিচিত্র ঘটনা। ছুটির দিন হওয়ায় শনিবার বা রোববারেই যদি প্রিয় দলের খেলা মাঠে গড়ায় তবে তো ফুটবলপ্রেমীদের জন্য সুবিধাই হয়। কিন্তু ফ্রাঙ্কফুট দলের খেলাটা পড়েছে কর্মদিবসের দিন, সোমবারেই। আগের সপ্তাহেই সে নিয়ে ক্লাবটির দর্শকরা জানিয়েছিল তারা নাখোশ।
সমর্থকদের সতর্কবার্তার পরও ম্যাচটা মাঠে গড়ায় সোমবারেই। মাঠে আসতেও ভোলেনি ভক্তরা। কিন্তু তার সাথে ফ্রাঙ্কফুট দর্শকরা করেছে অভিনব কায়দায় প্রতিবাদও। খেলা শুরুর আগেই মাঠে তারা ছুঁড়ে মারে একশোরও বেশি টেনিস বল। সাথে নিজেদের অসন্তুষ্টির কথাও ফুটিয়ে তোলে সঙ্গে নিয়ে যাওয়া ব্যানারে লিখে।
এর আগে ২০১৬ সালে বুরুশিয়া ডর্টমুন্ড ক্লাবের সমর্থকরা টিকিটের চড়া মূল্যের প্রতিবাদে মাঠে টেনিস বল ছুঁড়ে জানিয়েছিল প্রতিবাদ।
খেলা শুরু থেকেই বিড়ম্বনার মধ্যে দিয়ে গেলেও ফ্রাঙ্কফুট কিন্তু ম্যাচ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। দারুণ উত্তেজনাপূর্ণ খেলায় জিন কেভিন অগাস্টিনের গোলে এগিয়ে যায় অতিথিরা। তবে টিমি চ্যান্ডলারের গোলে সমতায় ফেরা স্বাগতিকদের হয়ে জয়সূচক গোলটি এনে দেন কেভিন প্রিন্স বোয়েটাং।
সোমবারের জয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে ফ্রাঙ্কফুট। ২৩ ম্যাচে ১১ জয়ে দলটির পয়েন্ট ৩৯। আর সমান ম্যাচ জিতলেও ৩৮ পয়েন্ট নিয়ে লিপজিগ রয়েছে ৫ম স্থানে। ১৯ জয়ে ৫৯ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগায় নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ।

স্পোর্টস ডেস্ক