প্রমীলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ!
পরবর্তী প্রমীলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ এবং আয়ারল্যান্ডসহ ১০টি দল নিয়ে হতে পারে বলে জানিয়েছে আইসিসি। আগামী অক্টোবরে পরিচালনা বোর্ডের সঙ্গে এই ব্যাপারে আলোচনা হবে বলে জানিয়েছে তারা। ফলে প্রমীলা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দলের খেলার সম্ভাবনা বাড়ল।
বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল গত জুন মাসে এশিয়া কাপ জয় করে। সেই টুর্নামেন্টে তাঁরা চ্যাম্পিয়নশিপের নিয়মিত দুই দল ভারত এবং পাকিস্তানকে হারায়। এই ব্যাপারে বাংলাদেশের অধিনায়ক রুমানা আহমেদ ইএসপিএন ক্রিকইনফোকে জানিয়েছিলেন, ‘র্যাঙ্কিংয়ে নবম হওয়ার কারণে অপেক্ষা করা কষ্টকর। ভারত, পাকিস্তানের মতো দল সেরা আটে থাকার কারণে আইসিসি প্রমীলা চ্যাম্পিয়নশিপের সব ম্যাচে সারা বছর ধরে অংশ নেয়। এতে নিজেদের খেলার অনুপযুক্ত মনে হয়। আশা করছি (বিজয়ী হওয়ার পর) এখন এই অবস্থার উন্নতি হবে।’
যদিও বিষয়টি আলোচনা হবে, তবে ফলাফল ইতিবাচক হলে লাভবান হবে বাংলাদেশ এবং আয়ারল্যান্ড। আইসিসির মহাব্যবস্থাপক জিওফ অ্যালার্ডিস জানিয়েছেন, ‘অক্টোবরে আইসিসির বোর্ড মিটিংয়ে আমরা এ ব্যাপারে কথা বলব। আমরা প্রধান নির্বাহীদের কাছে পরবর্তী প্রমীলা চ্যাম্পিয়নশিপ কেমন হবে তা নিয়ে কথা বলব। স্বীকার করতেই হবে, বাংলাদেশ এর মধ্যে অনেক ফলপ্রসূ পদক্ষেপ নিয়েছে। আয়ারল্যান্ডও নিজেদের গুছিয়ে এনেছে। খেলায় ভারসাম্য আনতে আমরা যেকোনো দলের মধ্যে অনুষ্ঠিত টি-টোয়েন্টিকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়ার পদক্ষেপ নিয়েছি। সরকারের সহায়তায় থাইল্যান্ড প্রমীলা দলও ভালো পদক্ষেপ নিয়েছে।’
আইসিসির নতুন লক্ষ্য অনুযায়ী পাকিস্তান ক্রিকেট বোর্ডও নিজেদের নতুন খেলোয়াড়দের তুলে আনতে চাইছে। পিসিবির নবনির্বাচিত সভাপতি ইহসান মানি নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ২০২১ সালের প্রমীলা বিশ্বকাপকে মাথায় রেখে পাকিস্তান দল সাজাচ্ছেন বলে জানিয়েছেন। ভারত ও বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, ‘পাকিস্তানের প্রমীলা ক্রিকেটার অনেক কম। এটি দেখে আমি আশ্চর্য হয়েছি। আমাদের এই সংখ্যা বৃদ্ধি করতে হবে। সব দেশেই পুরুষের পাশাপাশি প্রমীলা ক্রিকেট দলকে সমানভাবে গড়ে তোলা হচ্ছে। ভারত, বাংলাদেশ এই কাজটি খুব ভালোভাবে করতে পেরেছে।’
যদি আইসিসির অক্টোবরের বৈঠকে প্রমীলা চ্যাম্পিয়নশিপের ব্যাপারে নতুন দল অন্তর্ভুক্তির সিদ্ধান্ত আসে, তবে তা বাংলাদেশের ভক্তদের জন্য সুখবরই বয়ে আনবে।

স্পোর্টস ডেস্ক