‘আমাদেরও অনেক ম্যাচ উইনার আছে’
এশিয়া কাপে পাকিস্তানকে হারানোর পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই মাঠে নেমেছেন। প্রশংসা করেছেন ক্রিকেটারদের। বিশেষ করে এই আসরেও সিনিয়র ক্রিকেটাররা বিসিবি প্রধানের দৃষ্টিতে অসাধারণ।
নাজমুল হাসান বলেন, ‘আমাদেরও অনেক ম্যাচ উইনার আছে। এরা যদি ক্লিক করে যেকোনো কিছু ঘটতে পারে।’
আগামীকাল শুক্রবার ফাইনালে ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি।
নাজমুল হাসান বলেন, ‘শক্তির দিক দিয়ে ওরা আমাদের চেয়ে একটু এগিয়ে আছে। সেটাতে কোনো সন্দেহ নেই। তবে আমি যেটা সব সময় বলি, ক্রিকেট অনিশ্চয়তার খেলা। আমাদেরও অনেক ম্যাচ উইনার আছে। এরা যদি ক্লিক করে যেকোনো কিছু ঘটতে পারে। কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। হারজিত আছে। যা হয় হবে।’
টপঅর্ডার আর সাকিব ও তামিম প্রসঙ্গেও কথা বলেন নাজমুল হাসান। তিনি বলেন, ‘টপ অর্ডার সব সময় ফেল করে আসছে বলতে গেলে। অনেক দিন ধরেই। কেবল তামিম ছাড়া।এখন তামিম নাই। কাজেই এটা একটু বেশি প্রকট হয়ে ধরা পড়ছে। এখন যখন সাকিব নাই আরো একটু বড় হচ্ছে। এ রকম করে যদি মুশফিক না থাকে দেখবেন আরো বড় মনে হচ্ছে। আমাদের টিমে পাঁচজন ম্যাচ উইনার আছে। এরমধ্যে যখন মেজর দুইজনই থাকে না। তখন অনেকটা ধাক্কা তো খাবেই। কিন্তু ব্যাটসম্যান তামিম ও অলরাউন্ডার সাকিবের কোনো সাবস্টিটিউট আমাদের এখনো নেই।’
বিসিবি সভাপতি আরো বলেন, ‘সামনে দুটি সিরিজ আছে বাংলাদেশে। আমরা ইয়ং কিছু ছেলেকে দিয়ে বাইলেটেরাল সিরিজগুলোতে খেলাব কারণ এসব টুর্নামেন্টে টেস্ট করাটা একটু কঠিন। বাইলেটেরাল সিরিজগুলোতে হারিজিতি আমরা প্লেয়ার বের করার চেষ্টা করব।’

নিজস্ব প্রতিবেদক