বিফলে আল আমিনের পাঁচ উইকেট
শৃঙ্খলাভঙ্গের কারণে বিশ্বকাপের মাঝপথে দেশে ফেরত এসেছিলেন তিনি। জাতীয় দলে এখনো ফিরতে পারেননি। তবে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত সফরের পর দক্ষিণ আফ্রিকা আর জিম্বাবুয়ে সফরেও গেছেন পেসার আল আমিন হোসেন। দক্ষিণ আফ্রিকায় প্রথম ম্যাচে বল হাতে দারুণ সফল এই পেসার। তবে আল আমিনের পাঁচ উইকেট শিকারও জয় এনে দিতে পারেনি ‘এ’ দলকে। স্থানীয় আইরিন ভিলেজার্স ক্লাবের কাছে অতিথিরা হেরে গেছে চার উইকেটে।
সোমবার ক্লাবটির মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৭২ রান করে ‘এ’ দল। উদ্বোধনী ব্যাটসম্যান রনি তালুকদারের আক্রমণাত্মক অর্ধশতক লড়াই করার পুঁজি এনে দেয় বাংলাদেশকে। ৬৪ বলে ১১টি চারসহ ৬৮ রান করেছেন রনি। মাহমুদুল হাসান (৪৩*) ও সাদমান ইসলামের (৩৮*) দুটো ভালো ইনিংসও ‘এ’ দলকে পৌনে তিনশর কাছাকাছি পৌঁছে দিতে ভালো অবদান রেখেছে।
জবাবে আল আমিনের তোপে মাত্র ২৭ রান চার উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় আইরিন ভিলেজার্স ক্লাব। কিন্তু প্রতিপক্ষকে চেপে ধরেও জিততে পারেনি ‘এ’ দল। এস নাইডু (৬৫), আর মুনস্যামি (৮৪), টি কাবের (৪৪*) আর জে স্নাইম্যানের (৪০*) দৃঢ়তা ৯ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে দেয় স্বাগতিকদের। আল আমিনের পাঁচ উইকেটের পেছনে খরচ ৪৫ রান। ৩৮ রানে এক উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
বাংলাদেশ ‘এ’ দলের পরের ম্যাচটি তিন দিনের। ২১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই ম্যাচেও তাদের প্রতিপক্ষ আইরিন ভিলেজার্স। ২৭ অক্টোবর আরেকটি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ২৯ অক্টোবর গটেং স্ট্রাইকার্সের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে শেষ হবে ‘এ’ দলের দক্ষিণ আফ্রিকা সফর।
৩০ অক্টোবর ‘এ’ দল যাবে জিম্বাবুয়েতে। সেখানে তারা তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলবে। ২, ৪ ও ৬ নভেম্বর হবে তিনটি ওয়ানডে। ৯ নভেম্বর প্রথম ও ১৫ নভেম্বর দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হবে। সব ম্যাচেই বাংলাদেশ ‘এ’ দলের প্রতিপক্ষ জিম্বাবুয়ে ‘এ’ দল।

ক্রীড়া প্রতিবেদক