ভারতে নিরাপত্তা-শঙ্কায় আকরাম ও শোয়েব!
মুম্বাইয়ে শিবসেনার শক্ত ঘাঁটি। আর সেই মুম্বাইয়েই আগামী রোববার পঞ্চম ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। তবে বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামে ব্যাট-বলের লড়াই যখন চলবে, তখন ধারাভাষ্য কক্ষে দেখা যাবে না ওয়াসিম আকরাম ও শোয়েব আখতারকে। বৃহস্পতিবার চতুর্থ ওয়ানডেতে ধারাভাষ্য দিয়েই দেশে ফিরে যাবেন পাকিস্তানের দুই সাবেক গতি-তারকা। কারণ একটাই, নিরাপত্তাজনিত সমস্যা।
উগ্র হিন্দুত্ববাদী সংগঠন শিবসেনা এখন মু্ম্বাইয়ে যেন আতঙ্কের প্রতিশব্দ। বিশেষ করে পাকিস্তানিদের জন্য। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী গুলাম আলীর অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার পর পাকিস্তানের এক সাবেক মন্ত্রীর বইয়ের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজকের মুখে কালি পর্যন্ত ছুড়ে মেরেছে শিবসেনার উগ্র সমর্থকরা। সর্বশেষ গত সোমবার ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ড সভাপতির সভাও পণ্ড করে দিয়েছে তারা।
মুম্বাইয়ে তাই যাওয়ার ঝুঁকি নিচ্ছেন না আকরাম ও শোয়েব। আকরামের এজেন্ট আরসালান হায়দার ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে জানিয়েছেন, চেন্নাই ওয়ানডের পরের দিনই দেশে ফিরে যাবেন দুজনে।
শুধু আকরাম-শোয়েব নন, ভারত থেকে দেশে ফিরে যাচ্ছেন পাকিস্তানের আম্পায়ার আলীম দারও। তিনবার আইসিসি বর্ষসেরা আম্পায়ারের পুরস্কারজয়ী দার অবশ্য চতুর্থ ওয়ানডেতেও দায়িত্ব পালন করছেন না। এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, ‘সোমবার মুম্বাইয়ে বিসিসিআই কার্যালয়ে একদল চরমপন্থীর গোলমালের কারণে (আলীম দারকে সিরিজের বাইরে রাখার) সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এ প্রসঙ্গে আইসিসির এক মুখপাত্রর বক্তব্য, ‘বর্তমান পরিস্থিতিতে আলীম দারের কাছ থেকে সামর্থ্যের সেরাটা প্রত্যাশা করাই অযৌক্তিক। যে কারণে তাঁকে সিরিজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’

স্পোর্টস ডেস্ক