‘বাংলাদেশের খেলা হলে বসে থাকতে পারি না’
মাশরাফি বিন মুর্তজা সম্পর্কে একটা কথা প্রচলিত, তিনি সব সময় ঝুঁকি নিতে পছন্দ করেন। ফিটনেস শতভাগ থাকুক আর না-ই থাকুক, মাঠে নামতে দ্বিধা করেন না তিনি। দুই হাঁটুতে সাত-সাতটা অস্ত্রোপচারের ধকলকে পেছনে ফেলে মাঠে নিজেকে উজাড় করে দিচ্ছেন সব সময়। কয়েক দিন আগে ডেঙ্গু জ্বর থেকে সেরে উঠলেও বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। এখনো শতভাগ ফিটনেস ফিরে পাননি। তবে শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানেডেতে মাঠে নামার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।
তীব্র জ্বরে আক্রান্ত হয়ে গত ৯ অক্টোবর ভোরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাশরাফি। পরে পরীক্ষায় ধরা পড়ে ডেঙ্গু জ্বর। হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে ১৬ অক্টোবর বাসায় ফিরেছিলেন বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক। এরপর প্রায় দুই সপ্তাহ বিশ্রাম নিয়ে জাতীয় দলের অনুশীলনে যোগ দেন ২৯ অক্টোবর।
মাশরাফি যে শতভাগ ফিট নন, গত বুধবার এ কথা জানিয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহেও। দেশসেরা পেসার নিজেও জানালেন সে কথা। শুক্রবার রাজধানীর একটি হোটেলে ওয়ানডে সিরিজ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘হ্যাঁ, এটা সত্যি আমি এখনো শতভাগ ফিট নই। আরেকটু সেরে উঠতে পারলে ভালোই হতো। তবে বাংলাদেশ দলের খেলা হলে আমি বসে থাকতে পারি না। নিজে থেকেই আমি রিস্ক নিই। আশা করি শনিবার প্রথম ওয়ানডেতে মাঠে নামতে পারব।’
প্রস্তুতি ম্যাচে ভালো বোলিং করতে না পারলেও দীর্ঘক্ষণ মাঠে থাকতে পেরেছেন। এ নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক, ‘প্রস্তুতি ম্যাচে হয়তো তেমন ভালো বোলিং করতে পারিনি। তবে আমি সাত ওভার বোলিং করেছি আর ৩৫ ওভার পর্যন্ত ফিল্ডিং করেছি। এটা আমার জন্য পজিটিভ দিক।’
প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের সাত উইকেটে পরাজয়কে তেমন গুরুত্ব দিতে রাজি নন মাশরাফি, ‘যে ম্যাচই হোক, হারতে কারোরই ভালো লাগে না। এই ম্যাচে হেরে আমাদেরও খারাপ লেগেছে। তবে দলের প্রস্তুতি ভালোই হয়েছে।’

ক্রীড়া প্রতিবেদক