হতাশা ভুলে নতুন শুরুর প্রত্যয় চিগুম্বুরার
ওয়ানডে সিরিজে ৩-০তে হোয়াইটওয়াশ হয়ে জিম্বাবুয়ে এখন ভীষণ হতাশ। বাংলাদেশের বিপক্ষে শুক্রবার তারা মাঠে নামবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি খেলতে। ওয়ানডের হতাশা ভুলে টি-টোয়েন্টিতে নতুনভাবে শুরু করতে চান জিম্বাবুয়ে অধিনায়ক এল্টন চিগুম্বুরা। আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণে সাফল্য পেতে প্রত্যয়ী তিনি।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে টি-টোয়েন্টি সিরিজ উপলক্ষে সংবাদ সম্মেলেন চিগুম্বুরা বলেন, ‘ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচেই হার আমাদের জন্য খুবই হতাশার। তবে সেই হতাশা ভুলে যেতে চাই আমরা। টি-টোয়েন্টি ভিন্ন ফরম্যাটের ক্রিকেট। তাই আমরা চাই নতুন করে শুরু করতে। আশা করি এবার সাফল্য পাব।’
টি-টোয়েন্টিতে যেকোনো দলই জিততে পারে বলে মনে করেন জিম্বাবুয়ে অধিনায়ক, ‘টি-টোয়েন্টি এমন একটা খেলা যেখানে যেকোনো দলই জেতার ক্ষমতা রাখে। ছোট ফরম্যাটের এই ক্রিকেটে ফেভারিট বলে কেউ নেই। আমরা তাই ভালো করার আশা করছি।’
আগামী বছরের মার্চ-এপ্রিলে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ বলেও মনে করেন চিগুম্বুরা, ‘এই সিরিজ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে পারছি আমরা। নিজেদের সম্পর্কে একটা ধারণাও পাচ্ছি।।’

ক্রীড়া প্রতিবেদক