মুস্তাফিজের ভবিষ্যৎ উজ্জ্বল : অ্যালেস্টার ক্যাম্পবেল

জিম্বাবুয়ের স্বর্ণালি যুগের ক্রিকেটার অ্যালেস্টার ক্যাম্পবেল। তাঁর নেতৃত্বে বেশ কয়েকটি উল্লেখযোগ্য সাফল্যও পেয়েছিল জিম্বাবুয়ের ক্রিকেট। দেশটির সাবেক এই অধিনায়ক এখন আছেন বাংলাদেশে। ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিপিএলে। বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অবসর সময়ে এনটিভি অনলাইন-এর সঙ্গে আলাপ করেছেন জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়ক।
প্রশ্ন : বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলার ধারাভাষ্য করতে কেমন লাগছে আপনার?
উত্তর : আমি বাংলাদেশকে অনেক ভালোবেসে ফেলেছি। খুব চমৎকার এখানকার মানুষজন। আমি বহুবার বাংলাদেশে এসেছি। আর এখন তো ধারাভাষ্যকার হিসেবে কাজ করছি। খুব ভালো লাগছে আমার। আমি বলব, বাংলাদেশ খুব সুন্দর জায়গা। সবকিছু ঠিকঠাক, তবে ট্রাফিক জ্যাম একটু বেশি।
প্রশ্ন : বাংলাদেশের কোন ক্রিকেটারের খেলা দেখতে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করেন?
উত্তর : অনেকের খেলাই ভালো লাগে। সাকিব আল হাসান ও মুশফিক অসাধারণ। তবে বিশেষভাবে আমি বলতে চাই ফার্স্ট বোলার পেসার মুস্তাফিজুর রহমানের কথা। মুস্তাফিজের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। দারুণ খেলেন তিনি। আমি সব সময় মুস্তাফিজের প্রশংসা করি।
প্রশ্ন : খেলার অবসরে বাংলাদেশের কোথাও ঘোরার সুযোগ হয়েছে কি?
উত্তর : দুর্ভাগ্যবশত ঘোরার সুযোগ পাইনি। কারণ, খেলা নিয়েই সারাক্ষণ ব্যস্ত থাকতে হচ্ছে। অবসর খুব কম। তবে ঢাকার বাইরে চট্টগ্রামে গিয়েছিলাম। চট্টগ্রাম দেখার অভিজ্ঞতা ছিল চমৎকার।
প্রশ্ন : বাংলাদেশের খাবার ভালো লেগেছে?
উত্তর : বাংলাদেশের খাবার অনেক সুস্বাদু। অনেক স্পাইসি। মাছ ভালো লাগে। এ ছাড়া ডাল অনেক মজার খাবার।
প্রশ্ন : বাংলাদেশের দর্শকের কাছ থেকে কেমন সাড়া পেয়েছেন?
উত্তর : গ্যালারিতে দর্শক সব সময় ভরপুর থাকে। চট্টগ্রামে গ্যালারিতে তো ব্যাপক ভিড় ছিল। আই লাভ দিস ক্রাউড। আমার মনে হয়েছে, বাংলাদেশের দর্শক ক্রিকেট অনেক ভালোবাসেন। এটা অনেক ইতিবাচক দিক। এতে ক্রিকেটাররা বেশ উৎসাহিত হোন। আর বলতেই হয়, বাংলাদেশের মানুষ অনেক বন্ধুবৎসল।