ক্রিকেটটাকে নষ্ট করবেন না, বাংলাদেশের সমালোচনায় রুবেল

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচের কুচকুচে কালো উইকেট নিয়ে সমালোচনা হয়েছে অনেক। সচরাচর এমন উইকেটে খেলা হয় না। ভাবা হচ্ছিল, দ্বিতীয় ম্যাচের উইকেটে হয়তো কিছুটা পরিবর্তন আসবে। কিন্তু তেমন কিছু লক্ষ্য করা যায়নি।
এ ম্যাচেও একই রকম কালো উইকেট দেখা গেছে। এদিনও সংগ্রাম করতে হয়েছে ব্যাটারদের। মিরপুরের এমন উইকেট নিয়ে এবার সমালোচনা করলেন জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন। মঙ্গলবার (২১ অক্টোবর) উইকেটের সমালোচনা করে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন রুবেল।
সেইফ জোনে খেলা বাদ দেওয়ার কথা জানিয়ে রুবেল লিখেছেন, ‘মনে হচ্ছে মিরপুর উইকেটে যুদ্ধ চলছে। সেইফ জোনে ক্রিকেট খেলা বাদ দেন! এটা আগেও ছিল, এখনো আছে— কিছুই বদলায়নি। ইন্টারন্যাশনাল ক্রিকেট মানেই চ্যালেঞ্জ একসেপ্ট করা, কিন্তু এত বাজে উইকেটে ক্রিকেট খেলা সত্যিই ভীষণ কষ্টকর!’
লম্বা সময়ে ধরেই ক্রিকেটে খেলেছেন রুবেল। নিজের ক্রিকেট ক্যারিয়ারে এমন উইকেট কখনো দেখেননি বলে জানান জাতীয় দলের সাবেক এই পেসার। তিনি লিখেন, ‘আমার ১২–১৩ বছরের ইন্টারন্যাশনাল ক্রিকেট ক্যারিয়ারে এমন কালো, অদ্ভুত ফাটা উইকেট আমি কখনো দেখিনি।’

এশিয়া কাপ থেকে শুরু, এরপর আফগানিস্তানের বিপক্ষেও দারুণ করছিলেন সাইফ হাসান। কিন্তু চলমান সিরিজে ব্যর্থ তিনি। সেই কথাই যেন মনে করিয়ে দিলেন রুবেল। এমন উইকেট বানিয়ে ক্রিকেটারদের কাছ থেকে ভালো পারফরম্যান্স আশা করা বোকামি বলে মনে করেন সাবেক এই টাইগার পেসার।
রুবেল লিখেছেন, ‘আপনি এমন উইকেট বানিয়ে ক্রিকেটারদের কাছ থেকে পারফরম্যান্স আশা করছেন— এটা আসলে পিউর বোকামি! বাংলাদেশের ক্রিকেটটাকে নষ্ট করবেন না, প্লিজ! এই দেশের কোটি মানুষ ক্রিকেট ভালোবাসে— তাদের সেই ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখুন।’
কালো মাটির উইকেটে কেমন হয়েছে বাংলাদেশের পারফরম্যান্স, কিসের ভিত্তিতে বললেন রুবেল? স্কোরবোর্ডে চোখ বোলালেই বোঝা যাবে সেটি...
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ৫০ ওভারে ২১৩/৭ (সাইফ ৬, সৌম্য ৪৫, হৃদয় ১২, শান্ত ১৫, মাহিদুল ১৭, নাসুম ১৪, সোহান ২৩, মিরাজ ৩২*, রিশাদ ৩৯*; আকিল ১০-১-৪১-২, চেজ ১০-২-৪৪-০, পিয়েরে ১০-০-৪৩-০, মটি ১০-০-৬৫-৩, আথানেজ ১০-৩-১৪-২)
ওয়েস্ট ইন্ডিজ : ৫০ ওভারে ২১৩/৯ (আথানেজ ২৮, কিং ০, কার্টি ৩৫, আগুস্ত ১৭, রাদারফোর্ড ৭, মোটি ১৫, চেজ ৫, গ্রেভস ২৬, আকিল ১৬, পিয়েরে ২*,হোপ ৫৩*; নাসুম ১০-০-৩৮-২, তানভীর ১০-০-৪২-২, রিশাদ ১০-০-৪২-৩, সাইফ ২-০-৯-১, মিরাজ ১০-১-৩৮-০, মুস্তাফিজ ৮-০-৪০-০)
সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ : ১ ওভারে ১০/১ (হোপ ৭*, রাদারফোর্ড ৩, কিং ০*; মুস্তাফিজ ১-০-১০-১)
সুপার ওভারে বাংলাদেশ : ১ ওভারে ৯/১ (সৌম্য ৩, সাইফ ২*, শান্ত ০*; আকিল ১-০-৮-১)
ফলাফল : ওয়েস্ট ইন্ডিজ সুপার ওভারে জয়ী।