কেন হেরেছে বাংলাদেশ, যা বললেন মিরাজ

একটা সময় মনে হচ্ছিল, দ্বিতীয় ওয়ানডেতেও হেসেখেলে জয় পাবে বাংলাদেশ। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ সুপার ওভারে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুধু তা-ই নয়, সুপার ওভারে এক রানের রুদ্ধশ্বাস জয়ও তুলে নিয়েছে উইন্ডিজরা। মঙ্গলবার (২১ অক্টোবর) বাংলাদেশ লিখেছে হতাশার আরেকটি গল্প।
এমন হারের কারণ কী? বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ম্যাচ শেষে জানিয়েছেন সেই কথা। নিজেদের ইতিহাসে প্রথম সুপার ওভারে হারের পর মিরাজ জানালেন, এটি নতুন অভিজ্ঞতা।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রথম সুপার ওভার—এটি আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। এই উইকেটে সব ব্যাটারই সংগ্রাম করেছে। সহজ ছিল না। আর সাইফকে শেষ ওভারে বোলিংয়ে আনা ছাড়া কোনো উপায় ছিল না। আমরা যদি আরেকটি উইকেট নিতে পারতাম! আমরা এই ম্যাচ থেকে শিখেছি, পরের ম্যাচে তা কাজে লাগাব।’
নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার সুপার ওভার খেলল বাংলাদেশ। প্রথমে বল করতে নেমে মুস্তাফিজুর রহমান খারাপ করেননি। ফিজের ওভার থেকে ১০ রান নিতে পেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সেই রান তাড়া করতে পারেনি বাংলাদেশ।
মূল ম্যাচে বাংলাদেশ মোট ছক্কা হাঁকিয়েছিল ৭টি, যার তিনটিই হাঁকান রিশাদ। নুরুল হাসান সোহানও হাঁকিয়েছিলেন একটি। কিন্তু সুপার ওভারে তারা নয়, বরং কোনো ছক্কা হাঁকাতে না পারা নাজমুল হোসেন শান্ত কিংবা ডটবলের পর ডটবল খেলা সৌম্য সরকারদের ওপর ভরসা করা হয়েছিল।
বাংলাদেশের হয়ে সুপার ওভারে ব্যাট করতে নেমেছিলেন নিয়মিত দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। এর মধ্যে সৌম্য ৩ বলে ৩ রান করে আউট হয়ে যান। এরপর নামেন তিন নম্বরে খেলা নাজমুল হোসেন শান্ত। শেষ পর্যন্ত সাইফ ৩ বলে ২ আর শান্ত ১ বলে ০ রানে অপরাজিত থাকেন।
মুহূর্তে মুহূর্তে রঙ বদলানো ম্যাচে কে কেমন খেলেছে, স্কোরবোর্ড দেখে একটু ধারণা নেওয়া যাক...
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ৫০ ওভারে ২১৩/৭ (সাইফ ৬, সৌম্য ৪৫, হৃদয় ১২, শান্ত ১৫, মাহিদুল ১৭, নাসুম ১৪, সোহান ২৩, মিরাজ ৩২*, রিশাদ ৩৯*; আকিল ১০-১-৪১-২, চেজ ১০-২-৪৪-০, পিয়েরে ১০-০-৪৩-০, মটি ১০-০-৬৫-৩, আথানেজ ১০-৩-১৪-২)
ওয়েস্ট ইন্ডিজ : ৫০ ওভারে ২১৩/৯ (আথানেজ ২৮, কিং ০, কার্টি ৩৫, আগুস্ত ১৭, রাদারফোর্ড ৭, মোটি ১৫, চেজ ৫, গ্রেভস ২৬, আকিল ১৬, পিয়েরে ২*,হোপ ৫৩*; নাসুম ১০-০-৩৮-২, তানভীর ১০-০-৪২-২, রিশাদ ১০-০-৪২-৩, সাইফ ২-০-৯-১, মিরাজ ১০-১-৩৮-০, মুস্তাফিজ ৮-০-৪০-০)
সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ : ১ ওভারে ১০/১ (হোপ ৭*, রাদারফোর্ড ৩, কিং ০*; মুস্তাফিজ ১-০-১০-১)
সুপার ওভারে বাংলাদেশ : ১ ওভারে ৯/১ (সৌম্য ৩, সাইফ ২*, শান্ত ০*; আকিল ১-০-৮-১)