আয়ারল্যান্ডকে হারিয়ে গ্রুপ-সেরা ভারত
আয়ারল্যান্ডকে সহজেই ৮ উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে ভারত। ওয়ানডেতে অষ্টম ও এবারের বিশ্বকাপে দ্বিতীয় সেঞ্চুরি করে ভারতের জয়ে বড় অবদান শিখর ধাওয়ানের।
টানা পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা। পাঁচটি করে ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও আয়ারল্যান্ডের সমান ৬ পয়েন্ট। সমান ম্যাচ খেলে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৪।
মঙ্গলবার হ্যামিল্টনের সেডন পার্কে ২৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ভারতের জয়ের ভিত নির্মিত ধাওয়ান ও রোহিত শর্মার ১৭৪ রানের উদ্বোধনী জুটিতে। রোহিত ৬৪ রান করে বিদায় নিলেও ধাওয়ান সেঞ্চুরির আগে থামেননি। ৮৫ বলে ১১টি চার ও পাঁচটি ছক্কায় ঠিক ১০০ রান করে আউট হয়ে গেছেন এই বাঁহাতি ওপেনার।
দলীয় ১৯০ রানে ধাওয়ানের বিদায়ের পর তৃতীয় উইকেটে ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ থেকে ফিরেছেন বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে। কোহলি ৪৪ ও রাহানে ৩৩ রানে অপরাজিত ছিলেন।
এর আগে আইরিশদের ২৫৯ রান এনে দিতে সবচেয়ে বড় অবদান ছিল ৭৫ রান করা নিয়াল ও’ব্রায়েনের। দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ রান করেন অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড।
টস জিতে ব্যাট করতে নামা আয়ারল্যান্ডের শুরুটা হয়েছিল দারুণ। পোর্টারফিল্ড ও পল স্টার্লিংয়ের (৪২) উদ্বোধনী জুটি দলকে উপহার দেয় ৯০ বলে ৮৯ রান। এর পর তৃতীয় উইকেটে পোর্টারফিল্ডকে নিয়ে ৫৩ এবং চতুর্থ উইকেটে অ্যান্ডি ব্যালবার্নিকে (২৪) নিয়ে ৬১ রানের জুটি গড়ে আইরিশদের বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিলেন নিয়াল ও’ব্রায়েন।
তবে ব্যালবার্নি ও নিয়ালের বিদায়ের পর আর কেউ প্রতিরোধ গড়তে পারেননি। ৩৯তম ওভারে ৩ উইকেটে ২০৬ রানের ভালো অবস্থানে দাঁড়িয়ে থাকলেও ৫৩ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ফেলে আয়ারল্যান্ড।
৪১ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার পেসার মোহাম্মদ সামি। ৩৮ রানে অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের শিকার ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড : ৪৯ ওভারে ২৫৯ (পোর্টারফিল্ড ৬৭, স্টার্লিং ৪২, জয়েস ২, নিয়াল ও’ব্রায়েন ৭৫, ব্যালবার্নি ২৪, কেভিন ও’ব্রায়েন ১, উইলসন ৬, টমসন ২, মুনি ১২*, ডকরেল ৬, কিউস্যাক ১১; সামি ৩/৪১, অশ্বিন ২/৩৮, যাদব ১/৩৪, মোহিত ১/৩৮, রায়না ১/৪০, জাদেজা ১/৪৫)
ভারত : ৩৬.৫ ওভারে ২৬০/২ (রোহিত ৬৪, ধাওয়ান ১০০, কোহলি ৪৪*, রাহানে ৩৩*, টমসন ২/৪৫)
ফল: ভারত ৮ উইকেটে জয়ী
ম্যাচ সেরা: শিখর ধাওয়ান।