টি-টোয়েন্টিতেও নিউজিল্যান্ডের দাপট
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজেও দাপুটে পারফরম্যান্স অব্যাহত রেখেছে নিউজিল্যান্ড। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি জিতে নিয়েছে তিন রানের ব্যবধানে। উত্তেজনাপূর্ণ ম্যাচে ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়েছে ১৭৯ রানে। চার ওভার বল করে ২১ রানের বিনিময়ে তিনটি উইকেট নেওয়ায় ম্যাচসেরার পুরস্কার উঠেছে ট্রেন্ট বোল্টের হাতে।
১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপের মুখে পড়ে সফরকারী শ্রীলঙ্কা। প্রথম পাঁচ ওভারের মধ্যে ৪২ রান সংগ্রহ করতেই হারায় চারটি উইকেট। পঞ্চম উইকেটে ২৭ বলে ৪২ রানের ঝড়ো জুটি গড়ে লঙ্কান শিবিরে আশা জাগিয়েছিলেন ধানুস্কা গুনাশিলাকা ও মিলিন্ডা সিরিবর্ধন। দশম ওভারে গুনাশিলাকার (৪৬) উইকেট হারালেও জয়ের আশা টিকিয়ে রেখেছিলেন সিরিবর্ধন ও থিসারা পেরেরা। ষষ্ঠ উইকেটে তাঁরা গড়েছিলেন ৩১ বলে ৪৯ রানের জুটি। কিন্তু ১৫ ও ১৭তম ওভারে পেরেরা (২৮) ও সিরিবর্ধনেকে (৪২) সাজঘরে ফিরিয়ে শ্রীলঙ্কাকে বিপদে ফেলে দেন ম্যাট হেনরি ও বোল্ট।
শেষপর্যায়ে ১৭ ও ১৪ রানের ইনিংস খেলে দলকে জেতানোর অনেক চেষ্টা করেছিলেন চামারা কাপুগেদারা ও নুয়ান কুলাসেকারা। কিন্তু শেষ পর্যন্ত জয় থেকে মাত্র তিন রান দূরে থেকে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহের পথে নিয়ে গিয়েছিলেন দুই ওপেনার মার্টিন গাপটিল ও কেইন উইলিয়ামসন। ৩৪ বলে ৫৮ রান করেছেন গাপটিল। উইলিয়ামসনের ব্যাট থেকে এসেছে ৫৩ রানের ইনিংস। উদ্বোধনী জুটিতেই তাঁরা যোগ করেছিলেন ১০১ রান। সেই সঙ্গে কলিন মুনরোর ৩৬ ও রস টেলরের ২২ রানের সুবাদে স্কোরবোর্ডে ১৮২ রান জমা করে নিউজিল্যান্ড।

স্পোর্টস ডেস্ক