বদলে যাওয়া বাংলাদেশের সামনে আবার পাকিস্তান
এইতো কয়েকদিন আগে ঘরের মাঠে এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। টি-টোয়েন্টির সেই ম্যাচে মাশরাফিরা ৫ উইকেটের বড় ব্যবধানে জিতেছিল। সর্বশেষ লড়াইয়ে আফ্রিদিদের বিপক্ষে জয় পেলেও অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের বিপক্ষে বাংলাদেশের পূর্বের রেকর্ড খুব একটা ভালো না।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ, তাঁর মধ্যে সবকটিতেই হেরেছে।
২০০৭ প্রথম বিশ্বকাপেই পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই আসরে চার উইকেটে হেরে যায় মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে বাংলাদেশ। সেই আসরের চারজন খেলোয়াড় এবারের বাংলাদেশ দলে রয়েছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা ও মুশফিকুর রহিম।
২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের আসরেও পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে মুখোমুখি হয় বাংলাদেশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেই ম্যাচে সাকিব আল হাসানের নেতৃত্বে লাল সবুজের দল ২১ রানে হেরে যায়। মোহাম্মদ আশরাফুল ৪৯ বলে ৬৫ ও সাকিব ৩১ বলে ৪৭ রানের অসাধারণ দুটি ইনিংস খেলে দারুণ সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত জয় ঘরে তুলতে পারেনি তারা। পাকিস্তানের ১৭২ রানের জবাবে বাংলাদেশের ইনিংস থেমে যায় ১৫১ রানে।
২০১২ সালে শ্রীলঙ্কায় পরের আসরে বাংলাদেশ দারুণ খেলেও পাকিস্তানকে হারাতে পারেনি। সে ম্যাচে সাকিব আল হাসান ৮৪ রানের চমৎকার একটি ইনিংস খেলে দলের ১৭৫ রানের ভীত গড়ে দিতে দারুণ ভূমিকা রেখেছিলেন। কিন্তু বোলারদের ব্যর্থতায় সেই ম্যাচে জিততে পারেননি মুশফিকুর রহিমরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সর্বোশেষ পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ঘরের মাঠে ২০১৪ বিশ্বকাপে। সে ম্যাচে অবশ্য ৫০ রানের বিশাল ব্যবধানে হেরেছিল মুশফিকরা।
অবশ্য গত চার আসরের বাংলাদেশ দলের সঙ্গে বর্তমান দলটির বেশ প্রার্থক্য। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে সমকালীন একটি বদলে যাওয়া বাংলাদেশকে দেখেছে ক্রিকেট বিশ্ব। এই বাংলাদেশের কাছেই গত এপ্রিলে ঘরের মঠে ওয়ানডে সিরিজে হেরেছিল। তারই ধারাবাহিকতায় এশিয়া কাপ টি-টোয়েন্টিতেও হেরেছিল আফ্রিদিরা।
বুধবার কলকাতার ইডেন গার্ডেনসে এবারের বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচেই পাকিস্তানের মুখোমুখি হবে মাশরাফিরা। এবার সে ম্যাচে কেমন করবে বাংলাদেশ সেটাই এখন দেখার।