বাংলালিংকে এবার সাকিবের সঙ্গে শিশিরও
দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের সঙ্গে আগেই চুক্তিবদ্ধ ছিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার নতুন করে আরো দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন। তবে এবার আর একা নন, সঙ্গে আছেন স্ত্রী উম্মে আহমেদ শিশিরও।
আজ সোমবার দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সই হয়। নতুন এই চুক্তি অনুযায়ী আগামী দুই বছর প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে থাকবেন সাকিব-শিশির।
বাংলালিংক জানিয়েছে, সাকিবের দৃষ্টান্ত অনুসরণ করে বাংলালিংক একটি বিশ্বমানের ডিজিটাল কোম্পানিতে পরিণত হতে চায়। তিনি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন ক্রিকেটার। বাংলালিংক তাঁর সঙ্গে একত্রিত হতে পেরে খুবই গর্বিত।
আর সাকিব বলেন, ‘বাংলালিংক দেশকে এগিয়ে নিতে এবং দেশের মানুষের ক্ষমতায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি তাদের অংশীদার হতে পেরে আনন্দিত এবং সম্মানিত। বাংলালিংকে দেশের মানুষের মনের কাছাকাছি নিয়ে যেতে কাজ করে যাব আমি।'
এর আগে ২০১৪ সালের সালের ফেব্রুয়ারিতে বাংলালিংকের সঙ্গে প্রথম চুক্তিবদ্ধ হয়েছিলেন সাকিব। এবার দ্বিতীয়বারের মতো এই প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি স্ত্রীকে সঙ্গে নিয়েই।

ক্রীড়া প্রতিবেদক