নতুন কোচের প্রতি পেলের আস্থা

পুরো নাম আদেনর লিওনার্দো বাচ্চি। তবে ব্রাজিলের ফুটবলাঙ্গনে টিটে নামেই তিনি বেশি পরিচিত। ঘরোয়া ফুটবলে ভালোই সাফল্য পাওয়া টিটের ওপর এখন ব্রাজিলিয়ানদের আশা-ভরসা। দুঙ্গাকে সরিয়ে তাঁকে ‘সেলেসাও’দের কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে ব্রাজিলের ফুটবল ফেডারেশন। ভবিষ্যতে কী করবেন, তা এখনই বলা সম্ভব নয়। তবে দায়িত্বের শুরুতে দারুণ অনুপ্রেরণাদায়ক কথা শুনলেন টিটে। স্বয়ং পেলে আস্থা রাখছেন ব্রাজিলের নতুন কোচের ওপর।
ব্রাজিলের সান্তোস শহরের সঙ্গে পেলে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই শহরের বিখ্যাত ফুটবল ক্লাবে দীর্ঘদিন খেলেছিলেন এই ফুটবল কিংবদন্তি। সান্তোস ক্লাবের বহু শিরোপা জয়ের নায়কের নামে একটি জাদুঘরও আছে ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরটিতে। বৃহস্পতিবার পেলে জাদুঘরের একটি অনুষ্ঠান শেষে তিনবারের বিশ্বকাপজয়ী সাংবাদিকদের বলেছেন, ‘টিটে নির্ভরযোগ্য কোচ।’ তবে ঘরোয়া ফুটবলে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া নতুন কোচকে নিয়ে আর কিছু বলেননি পেলে।
কোপা আমেরিকা শতবার্ষিকী থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর গত মঙ্গলবার বরখাস্ত হয়েছেন দুঙ্গা। প্রথম দফায় মোটামুটি সাফল্য পেলেও গত বিশ্বকাপের পর দ্বিতীয় দফায় ব্রাজিল কোচের দায়িত্ব নেওয়া দুঙ্গাকে ব্যর্থই বলতে হবে। পেলে অবশ্য ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ককে আসামির কাঠগড়ায় দাঁড় করাতে রাজি নন। তাঁর মতে, ‘দুঙ্গাকে পুরো দোষ দেওয়া ঠিক নয়। কারণ একটা দল গড়ার মতো সময় সে পায়নি। আমাদের দল হেরে গেছে ঠিকই, তবে ফুটবলে এটা হতেই পারে।’
অনুষ্ঠানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি টমাস বাখকে সংগঠনের সর্বোচ্চ সম্মান অলিম্পিক অর্ডারে ভূষিত করেছে পেলে জাদুঘর।