ক্যারিবিয়ান লুকে সাকিব!

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অংশ নিতে শনিবার রাতে দেশ ছেড়েছেন সাকিব আল হাসান। দীর্ঘ পথ পাড়ি দিয়ে মঙ্গলবার জ্যামাইকায় পৌঁছেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। আর সেখানে পৌঁছে নিজেকে প্রকাশ করলেন একেবারেই ‘ক্যারিবিয়ান লুকে’।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের সে রকম একটি ছবিও প্রকাশ করলেন সাকিব। যেখানে তিনি জ্যামাইকা তালাওয়াসের জার্সি পরেছেন, আর চোখে সানগ্লাস।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার সকালে। সাকিবের দল প্রথম মাঠে নামবে ২ জুলাই সেন্ট কিটসের বিপক্ষে।
এবারের আসরে সাকিব সতীর্থ হিসেবে পাবেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল ও আন্দ্রে রাসেল, শ্রীলঙ্কার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ও পেসার লাসিথ মালিঙ্গা এবং পাকিস্তানের ইমাদ ওয়াসিম।
এক লাখ ১০ হাজার ডলারে বাংলাদেশের এই বাঁহাতি অলরাউন্ডারকে দলে ভেড়ায় জ্যামাইকা।
সাকিব এর আগেও সিপিএলে খেলেছিলেন। ২০১৩ সালে সিপিএলের প্রথম আসরে বারবাডোস ট্রাইডেন্টসের হয়ে খেলেছিলেন। সেবার তিনি অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন। পরের আসরে বিসিবির অনাপত্তিপত্র জটিলতার কারণে দেশে ফিরে আসতে হয়েছিল তাঁকে। আর গতবার আন্তর্জাতিক ব্যস্ততা থাকায় সিপিএল খেলা হয়নি সাকিবের।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাকিবের ম্যাচ:
তারিখ ম্যাচ সময়
২ জুলাই সেইন্ট কিটস বনাম জ্যামাইকা রাত ১০টা
৫ জুলাই ত্রিনিবাগো বনাম জ্যামাইকা ভোর ৫টা
৮ জুলাই গুয়ানা বনাম জ্যামাইকা ভোর ৫টা
১২ জুলাই বারবাডোস বনাম জ্যামাইকা ভোর ৬টা
১৬ জুলাই গুয়ানা বনাম জ্যামাইকা সকাল ৭টা
১৭ জুলাই সেইন্ট কিটস বনাম জ্যামাইকা ভোর ৫টা
১৯ জুলাই ত্রিনিবাগো বনাম জ্যামাইকা সকাল ৭টা
২১ জুলাই বারবাডোস বনাম জ্যামাইকা সকাল ৭টা
৩০ জুলাই সেইন্ট লুসিয়া বনাম জ্যামাইকা রাত ১০টা
১ আগস্ট সেইন্ট লুসিয়া বনাম জ্যামাইকা রাত ২টা