অলিম্পিক শেষ ফেদেরারের
১৮ বছরের দীর্ঘ পেশাদারি ক্যারিয়ারে টেনিস-বিশ্বের প্রায় সব শিরোপাই জিতেছেন রজার ফেদেরার। সবচেয়ে বেশি ১৭টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ডও আছে সুইজারল্যান্ডের এই টেনিস তারকার দখলে। ফেদেরারের আক্ষেপ হয়ে আছে শুধু অলিম্পিক। একক প্রতিযোগিতায় এখনো অলিম্পিক সোনা জিততে পারেননি তিনি। এবারের রিও অলিম্পিকেও সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ পাচ্ছেন না এ সময়ের অন্যতম সেরা এই টেনিস খেলোয়াড়। ইনজুরির কারণে এবারের অলিম্পিক থেকে ছিটকে গেছেন তিনি।
২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ফেদেরার সোনা জিতেছিলেন দ্বৈত প্রতিযোগিতায়। কিন্তু এককভাবে এখনো জিততে পারেননি অলিম্পিক সোনা। ২০১২ সালের অলিম্পিকের ফাইনালে তাঁকে হতাশ হতে হয়েছিল অ্যান্ডি মারের কাছে হেরে। আর এবারের রিও অলিম্পিক থেকেও তিনি ছিটকে গেছেন হাঁটুর ইনজুরির কারণে। শুধু অলিম্পিকই নয়, এ বছরের বাকি সময়টাও ফেদেরারকে থাকতে হবে কোর্টের বাইরে।
ইনজুরি সমস্যার কারণে গত ফেব্রুয়ারিতে হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছিলেন ফেদেরার। তবে ইনজুরি পিছু ছাড়েনি সুইস এই তারকার। মে মাসে পিঠের ইনজুরির কারণে অংশ নিতে পারেননি এ বছরের ফ্রেঞ্চ ওপেনে। জুলাইয়ে উইম্বলডনে অবশ্য ফিরেছিলেন ভালোভাবেই। চলে গিয়েছিলেন সেমিফাইনাল পর্যন্ত। কিন্তু কানাডার মিলোস রোনিকের বিপক্ষে শেষ চারের লড়াইয়ে কোর্টেই দুবার চিকিৎসা নিতে হয়েছিল ৩৪ বছর বয়সী ফেদেরারকে।
তড়িঘড়ি করে কোর্টে ফেরার জন্যই হয়তো বারবার নতুন করে ইনজুরিতে পড়ছেন ফেদেরার। এবার তাই বেশ কিছুদিন বিশ্রাম নিয়েই ফেরার পরিকল্পনা করছেন তিনি, ‘যদি আমি আরো কয়েক বছর ইনজুরি সমস্যা ছাড়াই খেলে যেতে চাই, তাহলে আমার হাঁটু ও শরীরকে পর্যাপ্ত সময় দিতে হবে সুস্থ হয়ে ওঠার জন্য।’ চিকিৎসকরা এমন পরামর্শ দিয়েছেন বলেই জানিয়েছেন ফেদেরার।
ইনজুরির কারণে এ বছরটা নষ্ট হলেও ২০১৭ সালে আরো আক্রমণাত্মক ভঙ্গিতে ফেরার প্রত্যয়ই ব্যক্ত করেছেন ১৭টি গ্র্যান্ড স্লাম শিরোপাজয়ী।

স্পোর্টস ডেস্ক