মাশরাফি-মুশফিকরা যখন ফুটবলার
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কন্ডিশনিং ক্যাম্প চলছে। বুধবার প্রস্তুতির অংশ হিসেবে মাশরাফি-মুশফিকরা নেমে পড়েন ফুটবল খেলায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিলেন সাবেক তারকা ক্রিকেটাররা।
নান্নু-আকরামদের বিপক্ষে এই ম্যাচে মাশরাফি-মুশফিকরা ২-০ গোলে জিতেছে। মুশফিক ও নাসির একটি করে গোল করেন।
সাবেকদের হয়ে এই ম্যাচে মাঠে নামেন মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, হাবিবুল বাশার, জাভেদ ওমর, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট, সানোয়ার হোসেন, মিজানুর রহমান বাবুল, হাসানুজ্জামান জরু ও হান্নান সরকার।

আর জাতীয় দলের পক্ষে খেলেছেন মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, আল আমিন হোসেন, সৌম্য সরকার, নাসির হোসেন, তাসকিন আহমেদ, শুভাগত হোম ও নুরুল হাসান সোহান।
দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা। দিন-তারিখও ঠিক হয়েছে। ৭ ও ৯ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ। তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে ১২ অক্টোবর চট্টগ্রামে।

এরপর ২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ঢাকায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা। ইংল্যান্ড আসবে কি না, তা এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তবে এই সিরিজকে সামনে রেখেই জাতীয় দলের প্রস্তুতি চলছে।

ক্রীড়া প্রতিবেদক