সান্ত্বনার জয়ের খোঁজে পাকিস্তান

প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ পরাজয় নিশ্চিত হয়ে গেছে। পাকিস্তানের সামনে এখন ‘হোয়াইটওয়াশ’ হওয়ার আশঙ্কা। বুধবার শেষ ওয়ানডেতে তাই বাংলাদেশকে হারাতে মরিয়া মুশতাক আহমেদ। পাকিস্তানের স্পিন বোলিং কোচের আশা, আগের দুই ম্যাচের হতাশা পেছনে ফেলে শেষ ওয়ানডেতে অন্তত সান্ত্বনার জয় এনে দেবেন দলের তরুণ খেলোয়াড়রা।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে মুশতাক বলেন, ‘এটা ঠিক যে তরুণদের নিয়ে গড়া পাকিস্তান দল প্রথম দুই ম্যাচে ভালো খেলতে পারেনি। তবে শেষ ওয়ানডেতে দলের খেলায় ইতিবাচক পরিবর্তন আসবে বলেই আমার বিশ্বাস। আশা করি এই ম্যাচ আমরাই জিতব।’
পাকিস্তানের সাবেক লেগস্পিনার মুশতাক দীর্ঘ দিন ইংল্যান্ড দলের স্পিন বোলিং কোচের দায়িত্বে ছিলেন। সেই অভিজ্ঞতা থেকে তাঁর উপলব্ধি, ‘জয়ের জন্য একটি দলের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগেই ভালো করা প্রয়োজন। তবে একটা ভালো ইনিংস বা একটা ভালো বোলিং স্পেলও খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। ছেলেদের কাছ থেকে তেমন কিছুই আমি চাই। তাহলেই সাফল্য পাওয়া সম্ভব।’
সব শেষে বাংলাদেশের প্রশংসায় মেতে উঠে মুশতাকের মন্তব্য, ‘প্রথম দুই ম্যাচ বাংলাদেশ খুব ভালো খেলেছে। বাংলাদেশ দলে কয়েকজন ভালো ক্রিকেটার আছে আর তারাই দলকে সাফল্য এনে দিচ্ছে। বিশেষ করে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের কথা বলতে হবে। তার দুটি সেঞ্চুরিই চমৎকার।’