আবাহনীকে রুখে দিল মুক্তিযোদ্ধা

এবারের মৌসুমে মাঝারিমানের দল গড়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে এই দল নিয়েও দারুণ সাফল্য পাচ্ছে তারা। এখন পর্যন্ত চার ম্যাচে একটিতেও হারেনি তারা।
সোমবার মুক্তিযোদ্ধা রুখে দিয়েছে ঢাকা আবাহনী লিমিটেডকে। ময়মনসিংহের রফিক উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
এই ম্যাচে ড্র করার সুবাদে মুক্তিযোদ্ধা পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেল। চার ম্যাচে দুই জয় এবং দুই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে তারা। সমান পয়েন্ট নিয়ে আবাহনীর অবস্থান তৃতীয়।
অবশ্য এ দিনের ম্যাচে আবাহনী প্রথমে এগিয়ে যায়। গোলদাতা নাইজেরীয় ফরোয়ার্ড সানডে সিজোবা। মিডফিল্ডার ইমন বাবুর বাড়িয়ে দেওয়া বল ধরে জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি।
বিরতির পর দুমিনিটের মাথায় গোলটি সমতা নিয়ে আসে মুক্তিযোদ্ধা। মিডফিল্ডার মোবারক হোসেনের ক্রসে স্ট্রাইকার মজিবুর রহমান চমৎকার হেডে জালে জড়ান বল।