শোকে স্তব্ধ নেপালের দুই টিটি খেলোয়াড়

ভয়াবহ ভূমিকম্পে নেপাল আজ বিধ্বস্ত। চারদিকে হাহাকার, লাশের গন্ধ। এমন অবস্থায় কি খেলা সম্ভব? চীনে বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া নেপালের দুই খেলোয়াড় শোকস্তব্ধ, দুঃখে কাতর। স্বজনদের নিয়ে দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটছে তাঁদের।
মহিলা দ্বৈতের বাছাই পর্বে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন ইলিনা মহার্জন ও নবিতা শ্রেষ্ঠা। তবে ফল নিয়ে ইলিনার কোনো মাথাব্যথাই নেই, ‘আমি তো খেলতেই পারছিলাম না। আমি শুধু দেশের সব মানুষের নিরাপত্তার জন্য প্রার্থনা করেছি। আমার কয়েকজন বন্ধু মারা গেছে। কয়েকজন পরিচিত গুরুতর আহত। ভীষণ কষ্ট লাগছে।’
নবিতা দুশ্চিন্তায় আছেন প্রিয়জনদের নিয়ে। তিনি বলেছেন, ‘যেকোনো সময় আবারো ভূমিকম্প হতে পারে। আমার বাবা-মা আর পরিবারের সদস্যদের এখন তাঁবুর মধ্যে থাকতে হচ্ছে। আমাদের বাড়িটা ভেঙে পড়েছে। ঈশ্বরকে ধন্যবাদ, ভূমিকম্পের সময় কেউ বাড়ির ভেতর ছিল না।’
এমন দুঃসময়ে আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনের (আইটিটিএফ) সভাপতি টমাস ভাইকার্টকে পাশে পাচ্ছেন ইলিনা আর নবিতা। দুজনকে সমবেদনা জানিয়ে তাঁদের সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন ভাইকার্ট।