বাংলাদেশে আসছেন ব্রড-অ্যান্ডারসন?
টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের নতুন বলের জুটি জেমস অ্যান্ডারসন আর স্টুয়ার্ট ব্রড বেশ কিছু দিন ধরে চোটে আক্রান্ত। পাকিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে রাখা হয়নি দুজনকে। তবে বাংলাদেশ সফরে দুই পেস তারকার আসার উজ্জ্বল সম্ভাবনা।
টেস্ট-ওয়ানডে দুটোতেই ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেটের মালিক অ্যান্ডারসনের সমস্যা ডান কাঁধে। পুনর্বাসন প্রক্রিয়ার ভেতর থাকা এই ডানহাতি পেসারের এ মৌসুমে আর ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলার সম্ভাবনা ক্ষীণ। টেস্ট ও ওয়ানডেতে ইংল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ব্রডের চোট গোড়ালিতে। তাঁকেও যেতে হচ্ছে পুনর্বাসন প্রক্রিয়ার ভেতর দিয়ে। ব্রডও সম্ভবত কাউন্টিতে আর খেলতে পারছেন না এ মৌসুমে।
তবে দুজনকেই বাংলাদেশ সফরে পাওয়ার ব্যাপারে আশাবাদী ইংল্যান্ড। এক বিবৃতিতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, ‘গ্রীষ্ম মৌসুমে দুজনকেই চোটের কারণে ভুগতে হয়েছে। অক্টোবরে বাংলাদেশে টেস্ট সিরিজে উদ্বোধনী বোলিং জুটি হিসেবে মাঠে নামার জন্য তাঁদের বিশ্রাম প্রয়োজন।’ এ বিবৃতিতেই বোঝা যাচ্ছে, ব্রড-অ্যান্ডারসনকে নিয়ে বাংলাদেশে আসতে কতটা মরিয়া ইংল্যান্ড।
দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরে আসার কথা। ৭ ও ৯ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ। তৃতীয় ওয়ানডে হবে ১২ অক্টোবর, চট্টগ্রামে। ২০ অক্টোবর থেকে চট্টগ্রামেই শুরু হবে প্রথম টেস্ট। মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৮ অক্টোবর থেকে। গত বৃহস্পতিবার এই সফরের ব্যাপারে সবুজসংকেত দিয়েছে ইসিবি।

স্পোর্টস ডেস্ক