যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট পেলেন মেসিও!
ডোনাল্ড ট্রাম্প নাকি হিলারি ক্লিনটন; কে হবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট? গত কয়েক দিন ধরে এই আলোচনাতেই সরগরম ছিল পুরো বিশ্ব। শেষপর্যন্ত ভোটের লড়াইয়ে হিলারীকে পেছনে ফেলে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ট্রাম্প। তবে এটা জানলে অবাক হতে হবে যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পেয়েছেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিও!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালট পেপারে প্রার্থীদের নামের নিচে একটা ফাঁকা ঘর থাকে। যেখানে ভোটাররা নিজের পছন্দের অন্য কারো নাম লিখে দিতে পারেন। সেখানেই মেসির নাম লিখে দিয়েছেন এক ফুটবলপ্রেমী। ফুটবল মাঠের মতো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও মেসি অনেক ভালো করবেন বলে মনে হয়েছে সেই মেসি ভক্তর।
যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ভোট দিতে গিয়ে ব্যালট পেপারের ছবি তোলা বেআইনি। কিন্তু ব্যালট পেপারে মেসির নাম লেখা সেই ছবিটি এখন ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে না নামলেও শুক্রবার ফুটবল মাঠে কঠিন এক পরীক্ষায় নামতে হচ্ছে মেসিকে। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে। যেখানে জয়টা খুব করেই প্রয়োজন আর্জেন্টিনার। আর দলকে জেতানোর জন্য অধিনায়ক মেসিকেই যে জ্বলে উঠতে হবে, তা বলার অপেক্ষা রাখে না।
বিশ্বকাপ বাছাইপর্বে বেশ বেকায়দা অবস্থাতেই আছে মেসির আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকায় ১০ দলের গ্রুপে ১০ ম্যাচ শেষে আর্জেন্টিনা আছে ষষ্ঠ স্থানে। প্রথম চারটি দল সরাসরি সুযোগ পাবে বিশ্বকাপে খেলার। আর পঞ্চম দলকে খেলতে হবে প্লে-অফ ম্যাচ। ফলে এখন আর্জেন্টিনা যেখানে আছে, শেষপর্যন্ত সেখানেই থেকে গেলে ২০১৮ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনাকে ছাড়াই।

স্পোর্টস ডেস্ক