মুস্তাফিজের নতুন হেয়ারস্টাইল!
গত জুলাইতে সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট ও রয়্যাল লন্ডন কাপে অংশ নিতে গিয়েই চোটে আক্রান্ত হয়েছিলেন মুস্তাফিজুর রহমান। এই চোট এতটাই গুরুতর ছিল, তাঁকে অস্ত্রোপচার পর্যন্ত করাতে হয়েছিল। এরপর ঢাকায় ফিরে দীর্ঘদিন ধরে পুনর্বাসনে ছিলেন এই বাঁ-হাতি পেসার। এই চোটের কারণে ঘরের মাঠে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি তিনি।
চোট থেকে এখন অনেকটাই সেরে উঠেছেন মুস্তাফিজ। ডাক পেয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে। এই দলের হয়ে এখন অস্ট্রেলিয়ায় আছেন কন্ডিশনিং ক্যাম্পের জন্য। এই সিরিজের আগে নতুন হেয়ারস্টাইল করেছেন কাটার-মাস্টার। শনিবার নিজের ফেসবুক পেজে নতুন হেয়ারস্টাইলে ছবিটি প্রকাশ করেছেন হালের এই বোলিং বিস্ময়।
নিউজিল্যান্ড সফরে ম্যাচ খেলার সুযোগ পেলে দর্শকরা মাঠে মুস্তাফিজকে দেখতে পাবে এই নতুন হেয়ারস্টাইলে। নতুন এই স্টাইলে, আরো ভালোভাবে সাফল্য পাবেন তিনি, এটাই এখন আশা করছে সবাই।
আর কদিন বাদে শুরু হচ্ছে নিউজিল্যান্ড সিরিজ। আগামী ২৬ ডিসেম্বর থেকে এই সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। আসরের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ২৯ ও ৩১ ডিসেম্বর। তিনটি টি-টোয়েন্টি খেলবে ৩, ৬ ও ৮ জানুয়ারি। আর দুটি টেস্ট হবে ১২ থেকে ১৬ এবং ২০ থেকে ২৪ জানুয়ারি।

ক্রীড়া প্রতিবেদক