অবশেষে জয়ের ধারায় বার্সেলোনা
লা লিগার সর্বশেষ তিনটি ম্যাচে জয়ের দেখা পায়নি বার্সেলোনা। টানা তিনটি ম্যাচে ড্র করে পয়েন্ট তালিকায় কিছুটা পিছিয়েই পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে। তবে শনিবার আবার জয়ের ধারায় ফিরেছে কাতালানরা। নিচের সারির ক্লাব ওসাসুনার বিপক্ষে বার্সা জিতেছে ৩-০ গোলে। জোড়া গোল করে লিওনেল মেসিও বসে গেছেন সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে।
প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই দাপট দেখিয়েছে বার্সা। ম্যাচের প্রায় পুরো সময়ই গোলপোস্টের নিচে অলস সময় কাটাতে হয়েছে গোলরক্ষক আন্দ্রে টের স্টেগানকে। তবে ম্যাচে প্রথম গোলের দেখা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে গতবারের শিরোপাজয়ীদের।
প্রথমার্ধ গোলশূন্যভাবে কাটার পর দ্বিতীয়ার্ধেই বার্সা পেয়েছে তিনটি গোল। ৫৯ মিনিটের মাথায় মেসি বল বাড়িয়েছিলেন বাঁ প্রান্তে ফাঁকায় দাঁড়ানো জরডি আলবার দিকে। আলবা সেই বলটি এগিয়ে দিয়েছিলেন সুয়ারেজের দিকে। গোলপোস্টের একেবারে সামনে বল পেয়ে সহজ একটা গোল করেছেন সুয়ারেজ। ৭২ মিনিটে দলের দ্বিতীয় গোলটির নেপথ্য কারিগরও ছিলেন আলবা। এবার তিনিই বল বাড়িয়েছিলেন মেসির দিকে। আলতো একটা চিপ করে সেটা জালে জড়িয়ে দিয়েছেন মেসি। শেষ বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে ব্যবধান আরো বাড়িয়ে দিয়েছেন আর্জেন্টাইন এই তারকা। এবার সার্জিও বুসকেটসের পাস থেকে বল পেয়ে ম্যাচের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেছেন এ সময়ের অন্যতম সেরা ফুটবলার।
লা লিগার অপর ম্যাচে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও পেয়েছে ৩-২ গোলের ঘাম-ঝরানো জয়। ফলে পয়েন্ট তালিকায় তেমন কোনো হেরফের হয়নি। ১৫ ম্যাচ খেলে ৩৭ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষেই আছে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা বার্সার সংগ্রহ ৩১ পয়েন্ট।

স্পোর্টস ডেস্ক