মেসির রেকর্ডগড়া ম্যাচে মায়ামির সহজ জয়
লিওনেল মেসি মাঠে নামা মানেই যেন নতুন কোন রেকর্ডের হাতছানি। বয়স ৩৮ চলছে, দেখে বোঝার উপায় নেই। ফুটবলকে উপভোগ করছেন আগের মতোই। ইন্টার মায়ামির হয়ে আজ শনিবার (২৫ অক্টোবর) মাঠে নামলেন, জোড়া গোল করলেন, রেকর্ড হলো। জিতল মেসির দলও। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ন্যাশভিল এফসির বিপক্ষে মায়ামি জিতেছে ৩-১ গোলে।
মায়ামির সঙ্গে নতুন করে তিন বছরের চুক্তি করার একদিন পর মাঠে নামলেন মেসি। মেজর লিগ সকারের (এমএলএস) প্লে অফে ন্যাশভিল এফসির বিপক্ষে জোড়া গোল ও এক অ্যাসিস্ট করেন ফুটবলের এই ক্ষুদে জাদুকর। তার জাদুকরী পারফরম্যান্সের দিনে প্রথম প্লে-অফে মায়ামির জয় পাওয়া সহজ হয়েছে।
এমএলএসের প্লে-অফ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মায়ামি। আগামী ২ নভেম্বর ন্যাশভিলে দ্বিতীয় প্লে-অফে খেলতে যাবে মায়ামি, সেখানে জয় পেলে জায়গা নিশ্চিত হবে নকআউট পর্বে।
ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে মায়ামি। ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণ করলেও প্রথম সাফল্য আসে ১৯তম মিনিটে। লুইস সুয়ারেজের নিখুঁত এক পাস থেকে বল পান মেসি। উড়ন্ত হেডারে দলকে এগিয়ে দেন মায়ামি অধিনায়ক। এটি মেসির ক্যারিয়ারে ৮৯০তম গোল আর হেডে ২৯তম। প্রথমার্ধে আর কোন গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি।
বিরতির পর আক্রমণের ধারা ধরে রাখে দলটি। ৬২ মিনিটে এর ফল পায় তারা। মেসির পাস থেকে তাদেও আলেন্দে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। শেষের যোগ করা সময়ের ৬ মিনিটে আবারও গোল পান মেসি। ন্যাশভিলের গোলরক্ষক ও ডিফেন্ডারের ভুলে পোস্টের সামনে বল পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন। মায়ামি এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।
এই গোলের মাধ্যমে মেসি এখন এমএলএসে সব প্রতিযোগিতা মিলিয়ে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলদাতা। সবমিলিয়ে এমএলএসে চলতি বছর এখন পর্যন্ত মেসির গোলসংখ্যা ৩৯। এর আগে ৩৮ গোল করে যৌথভাবে শীর্ষে ছিলেন ডেনিস বোয়াঙ্গা ও কার্লোস ভেলা। ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে যোগ করা সময়ের ১২ মিনিটে ন্যাশভিলের হ্যানি মুখতার একটি গোল শোধ করেন।
এর আগে এমএলএসের নিয়মিত মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট নিশ্চিত হয়েছে মেসির।

স্পোর্টস ডেস্ক