কোহলি-অশ্বিনে কুপোকাত ইংল্যান্ড
ব্যাট হাতে বিরাট কোহলি আর বল হাতে রবীচন্দ্রন অশ্বিন। ভারতের এই দুই তারকার কাছে রীতিমতো নাকাল হতে হলো ইংল্যান্ডকে। পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচে অশ্বিনের দুর্দান্ত বোলিংয়ের কাছে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে সফরকারীদের। মাঠ ছাড়তে হয়েছে ইনিংস ও ৩৬ রানের বিশাল ব্যবধানের হার নিয়ে।
অধিনায়ক কোহলির অসাধারণ দ্বিশতকে ভর করে প্রথম ইনিংসে ভারত গড়েছিল ৬৩১ রানের পাহাড়। প্রথম ইনিংসে পেয়েছিল ২৩১ রানের লিড। দ্বিতীয় ইনিংসে সেটাই আর পেরোতে পারেনি ইংল্যান্ড। অশ্বিনের দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে গেছে মাত্র ১৯৫ রানে। প্রথম ইনিংসে ছয় উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও ছয় উইকেট নিয়েছেন এই ডানহাতি অফস্পিনার। ২৩৫ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলার সুবাদে ম্যাচসেরার পুরস্কার অবশ্য উঠেছে কোহলির হাতে।
২৩১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে গতকাল চতুর্থ দিনেই ইংল্যান্ড হারিয়েছিল ছয়টি উইকেট। স্কোরবোর্ডে জমা করেছিল ১৮২ রান। আজ পঞ্চম দিনে মাত্র সাত ওভার ব্যাটিং করেই ইংল্যান্ড হারিয়েছে বাকি চারটি উইকেট। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের পক্ষে লড়েছেন শুধু জো রুট ও জনি বেয়ারস্টো। মুম্বাই টেস্টের প্রথম দিনে রুট আউট হয়েছিলেন ৭৭ রান করে। আর দ্বিতীয় দিনের শুরুতে বেয়ারস্টো সাজঘরে ফিরেছেন ৫১ রান করে। ১৮ রানের ছোট দুটি ইনিংস এসেছে অধিনায়ক অ্যালিস্টার কুক ও বেন স্টোকসের ব্যাট থেকে। এই চারজন ছাড়া দ্বিতীয় ইনিংসে দুই অঙ্কের কোটা পেরোতে পারেননি ইংল্যান্ডের অন্য কোনো ব্যাটসম্যান।
দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৫ রান দিয়ে অশ্বিন নিয়েছেন ছয় উইকেট। এর আগে প্রথম ইনিংসে তিনি ছয় উইকেট নিয়েছিলেন ১১২ রান দিয়ে। প্রথম ইনিংসে ইংল্যান্ডের স্কোরবোর্ডে জমা হয়েছিল ৪০০ রান। দুই ইনিংস মিলিয়ে মোট ছয়টি উইকেট নিয়েছেন ভারতের আরেক অফস্পিনার রবীন্দ্র জাদেজা।
আগামী ১৬ ডিসেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট। এরই মধ্যে অবশ্য ৩-০ ব্যবধানে সিরিজ জিতেই নিয়েছে স্বাগতিক ভারত। শেষ টেস্টটা জিতে কিছুটা সম্মান রক্ষা করার আপ্রাণ চেষ্টাই হয়তো চালাবেন ইংলিশ ক্রিকেটাররা।

স্পোর্টস ডেস্ক