রুটের কাছে দায়িত্ব ছাড়বেন কুক?
ভারত সফরের শুরুতেই ইংল্যান্ডের অধিনায়কত্ব ছাড়ার কথা বলেছিলেন অ্যালিস্টার কুক। টেস্ট সিরিজ হারের পর কিছুটা সমালোচনার মুখে পড়ে আবার সেই কথাগুলো তুলতে শুরু করেছেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক। ভারত সফর শেষেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ক্যাপটেন কুক। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য জো রুট পুরোপুরি প্রস্তুত আছেন বলেও মন্তব্য করেছেন তিনি।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই হারের মুখ দেখেছে সফরকারী ইংল্যান্ড। নিশ্চিত হয়ে গেছে সিরিজ হার। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজের চতুর্থ টেস্টে ইনিংস ও ৩৬ রানের বড় ব্যবধানে হারের পর কুক আবার বলেছেন অধিনায়কের দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা, ‘আমি যে মন্তব্যগুলো করেছিলাম, সেগুলো বদলাবে না। এই সিরিজ শেষ হওয়া পর্যন্ত সব কিছু ঠিকঠাকই থাকবে। তারপর নতুন বছরে আমি স্ট্রাউসির (অ্যান্ড্রু স্ট্রাউস) সঙ্গে কথা বলব।’
সত্যিই যদি সরে দাঁড়ান, তাহলে ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে যে জো রুটকেই দেখা যাবে; সেটাও নিশ্চিত করে দিয়েছেন কুক। রুট এজন্য প্রস্তুতও আছেন বলে জানিয়েছেন ইংল্যান্ডের অভিজ্ঞ এই ক্রিকেটার, ‘আমার মনে হয় রুট ইংল্যান্ডের অধিনায়কত্ব করার জন্য পুরোপুরি প্রস্তুত আছে। ড্রেসিং রুমে সবাই তাকে খুব সম্মান করে। তার এখন খুব বেশি অভিজ্ঞতা নেই। কিন্তু তার মানে এই না যে, সে ভালো অধিনায়ক হতে পারব না।’
২০১২ সালে ইংল্যান্ডের অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন কুক। তারপর থেকে তাঁর নেতৃত্বে ইংল্যান্ড খেলেছে ৫৮টি ম্যাচ। ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটিও কুক নিয়েছেন নিজের দখলে। আগে যেটি ছিল মাইকেল আথারটনের কাছে। আথারটনের নেতৃত্বে ইংল্যান্ড খেলেছিল ৫৪টি টেস্ট।

স্পোর্টস ডেস্ক