টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের সমস্যা দেখছেন গাভাস্কার
আইপিএলের মহারণ সবে শেষ হলো। দুই মাস ধরে টি-টোয়েন্টির সবচেয়ে আকর্ষণীয় আসরে বুঁদ হয়ে ছিল ক্রিকেট দুনিয়া। এবার শুরু হয়েছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ক্ষণগণনা। ৭ জুন লন্ডনের দি ওভালে দ্বিতীয় আসরের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।
বর্তমানে ভারতীয় দলের সবাই আছে টি-টোয়েন্টির মেজাজে। স্বভাবতই দুই মাস ধরে খেলে আসা টুর্নামেন্টের ঘোর এত সহজে কাটবে না। এই ব্যাপারটি নিয়েই শঙ্কিত ভারতীয় কিংবদন্তি সুনিল গাভাস্কার। সাবেক এই তারকা ব্যাটার মনে করছেন, দীর্ঘ দুই মাসের টি-টোয়েন্টির আগ্রাসন প্রভাব ফেলতে পারে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।
স্টার স্পোর্টসের বরাত দিয়ে ভারতীয় ওয়েবসাইট টাইমস নাউ গতকাল মঙ্গলবার (৩০ মে) একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে গাভাস্কারের মন্তব্য তুলে ধরা হয়। সেখানে গাভাস্কার বলেন, ‘দুই মাস টি-টোয়েন্টি খেলে হঠাৎ করেই টেস্টের মেজাজে ফেরাটা কঠিন। এখন টেস্ট ক্রিকেটে ফেরাটা খুব কঠিনই হবে রোহিত শর্মার দলের জন্য। আমার মনে হয় ভারতের জন্য এটি বেশ বড় চ্যালেঞ্জ হতে চলেছে।’
প্রায় সবাই টি-টোয়েন্টির মেজাজে থাকলেও ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলছেন ভারতীয় ব্যাটার চেতেশ্বর পূজারা। ইংলিশ কন্ডিশন সম্পর্কে তার ভালো ধারণা আছে, যা ভারতীয় দলের জন্য বাড়তি পাওয়া।
পূজারার পাশাপাশি অজিঙ্কা রাহানেকে নিয়েও কথা বলেছেন গাভাস্কার। এই দুইজন সম্পর্কে তিনি বলেন, ‘ভারতের মধ্যে কেবল পূজারাই টেস্টের সঙ্গে আছে। কন্ডিশনও তার চেনা। এটি ইতিবাচক। ইংলিশ কন্ডিশনে রাহানের অভিজ্ঞতাও ভালো। ভারতীয় দলে পাঁচ নম্বরে তাকে চাইব আমি।’
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের এটি টানা দ্বিতীয় ফাইনাল। অস্ট্রেলিয়ার প্রথম। গত আসরে নিউজিল্যান্ডের কাছে হেরে টেস্টের রাজদণ্ড হারায় ভারত। এবার লক্ষ্য প্রথম শিরোপা জয়ের। অসিরাও নামবে অভিন্ন লক্ষ্যে।