টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে এখনই ভাবছেন না লিটন
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ৫৪৬ রানের বিশাল জয় বাড়িয়ে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের আত্মবিশ্বাস। সাকিব-তামিমের মতো দুই তারকাকে ছাড়াই এই জয়ে তরুণদের ঝালিয়ে নেওয়া গেছে। বাংলাদেশ দলে বদলের যে ছোঁয়া, তা এতদিন রঙিন পোশাকে দৃশ্যমান থাকলেও এবার তা সাদা পোশাকে দেখা গেল।
সাকিবের অনুপস্থিতিতে এই টেস্টে অধিনায়কের দায়িত্ব পালন করা লিটন দাস প্রশংসা করেছেন ব্যাটার ও বোলারদের। মিরপুরে স্পোর্টিং উইকেট বানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) সবাইকে নতুন অভিজ্ঞতার সুযোগ করে দিয়েছে।
আফগানিস্তানের সঙ্গে এই ম্যাচটা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে। সর্বশেষ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৯ দলের মধ্যে বাংলাদেশ ছিল তলানিতে। আফগানদের বিপক্ষে এত বড় ব্যবধানে জয়ের পর ওঠে এসেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রসঙ্গ।
সে প্রসঙ্গে লিটন দাস বলেন, ‘একটা বড় মার্জিনে ম্যাচ জিতলে অনুভূতিটা খুব ভালো থাকে। খেলোয়াড়রা ম্যাচিউরিটি দেখিয়েছে। এটা এক দিনে হয় না, নিয়মিত ম্যাচ খেললে হয়। আমার মনে হয় এ ম্যাচিউরিটিটা কেউ ভুলবে না। চ্যাম্পিয়নশিপের বেলাতেও তাই। খেলোয়াড়রা একই প্রক্রিয়া মেনে এগোবে। ফলাফলটা আপনি হাতে পাবেন কি না, সেটা আপনি সেদিনই বুঝতে পারবেন। তবে, সেসব অনেক দূরে।’