বিপিএলে দল পাননি আশরাফুল-সাব্বিররা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা উঠবে আগামী জানুয়ারিতে। এর প্রায় মাস চারেক আগেই এই টুর্নামেন্টকে সামনে রেখে তোড়জোড় শুরু করেছে দলগুলো। এরইমধ্যে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। যেখানে দল পাননি একসময় জাতীয় দলে খেলা দুই ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও সাব্বির রহমান।
আজ রোববার (২৪ সেপ্টেম্বর) হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হয় ২০২৪ আসরের প্লেয়ার্স ড্রাফট। ৪৪৮ বিদেশি ও ২০৬ দেশি ক্রিকেটারের নাম ছিল ড্রাফটের তালিকায়। যদিও ড্রাফটের আগেই বেশিরভাগ দল তাদের পছন্দের তারকাদের দলে ভিড়িয়েছে।
গত বিপিএলে খেললেও এবার সাব্বিরকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এর মূল কারণ ঘরোয়া ক্রিকেটে সাব্বিরের হতাশাজনক পারফরম্যান্স। জাতীয় দল তো দূরে থাক, ঘরোয়া ক্রিকেটেও সাব্বির নিজেকে হারিয়ে খুঁজছেন।
অন্যদিকে, আরেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল সবশেষ বিপিএল খেলেন ২০১৯ সালে চট্টগ্রাম ভাইকিংসের জার্সিতে। এরপর গত তিন বিপিএলে তাকে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। সাব্বিরের মতো আশরাফুলও ঘরোয়া ক্রিকেটে অনিয়মিত। এই তালিকায় আছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার মমিনুল হক। শুধুমাত্র টেস্টে খেলা মমিনুল ঘরোয়া ক্রিকেটেও খুব একটা ছন্দে নেই।
এই তিন ক্রিকেটার ছাড়াও ২০ লাখ টাকা ভিত্তিমূল্যের 'ডি' ক্যাটাগরি থেকে দল পাননি অলক কাপালি, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, জুনায়েদ সিদ্দীকি, জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, মার্শাল আইয়ুব, মেহেদী হাসান রানা, মুক্তার আলী, নাদিফ চৌধুরী, রবিউল হক, শামসুর রহমান, সোহাগ গাজী, সানজামুল ইসলাম, মুনিম শাহরিয়ার, সাদমান ইসলামের মতো ক্রিকেটাররা।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ড্রাফটে নাম লিখিয়েছিলেন সাড়ে ছয় শতাধিক ক্রিকেটার। এর মধ্যে ড্রাফট থেকে সাত দল মিলে ভিড়িয়েছে মোটে ৬৬ জনকে। বিশাল একটা অংশকেই নিরাশ হতে হয়েছে। যদিও এখনও সুযোগ আছে তাদের দলে ভেড়ানোর। কোনো ফ্রাঞ্চাইজি চাইলেই ভিত্তিমূল্য অনুযায়ী দলে টানতে পারে তাদের। অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই এখন মুমিনুল, মুনিমদের।