রোনালদিনহোর বিতর্কিত ঢাকা সফর বয়কট করলেন সাংবাদিকরা
ব্রাজিলের জীবন্ত কিংবদন্তি রোনালদিনহো গাউচোর ঢাকা সফর নিয়ে আগ্রহের কমতি ছিল না ভক্তদের। আগেই জানা ছিল বুধবার (১৮ অক্টোবর) বাংলাদেশে আসবেন তিনি। ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের উদ্যোগে কলকাতা আসেন রোনালদিনহো। সেখান থেকে বাংলাদেশে। কিন্তু, বাংলাদেশে তার আগমন ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে।
রোনালদিনহোর এই সফরে বাংলাদেশি সহযোগী প্রতিষ্ঠান ছিল ক্রিয়েশন ওয়ার্ল্ড। বিশ্বকাপজয়ী ব্রাজিলের এই তারকার আগমনের সংবাদ সংগ্রহ করতে কেবল ১০টি গণমাধ্যমকে আমন্ত্রণ জানান হয়। এতে শুরুতেই বিতর্ক সৃষ্টি হয়। শেষ পর্যন্ত অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নেন সেই ১০টি গণমাধ্যমের সাংবাদিকরা।
দুপুর সাড়ে ৩টায় কলকাতা থেকে ঢাকায় পৌঁছেন রোনালদিনহো। এরপর বিশ্রাম নিতে চলে যান হোটেল রেডিসনে। সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ফের হোটেলে ফেরেন তিনি। পরে সেখানে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। ঘটনার সূত্রপাত সেখান থেকেই। অনুষ্ঠান শুরু হওয়ার আগেই সাংবাদিকদের চলে যেতে বলেন আয়োজকরা।
একপর্যায়ে আয়োজকদের সঙ্গে বাকবিতণ্ডা হয় গণমাধ্যমকর্মীদের। তৈরি হয় বিব্রতকর এক পরিস্থিতি। এরপরই তারা এই আয়োজন বয়কটের সিদ্ধান্ত নেন।
এর আগে গত জুলাইয়ে বাংলাদেশে এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার সফর নিয়েও তৈরি হয়েছিল বিতর্ক। তার সঙ্গে বেনামি অনেক কনটেন্ট ক্রিয়েটররা দেখা করার সুযোগ পেলেও বিমানবন্দরে থেকেও দেখা পাননি খোদ বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।