দেশের ইতিহাসে সবচেয়ে বাজে বিশ্বকাপ এটাই : সাকিব
নেদারল্যান্ডসের বিপক্ষে ২৩০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৪২ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। কেউই হাল ধরতে পারেননি। এই হারে সাকিবদের বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ বললেই চলে। আফগানিস্তানকে হারিয়ে আসর শুরুর পর টানা পাঁচ ম্যাচে পরাস্ত হলো তারা। দলের পারফরম্যান্সের হিসেবে এটি স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ বলে জানিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।
আজ শনিবার (২৮ অক্টোবর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হারের কারণ জানিয়ে সাকিব বলেন, ‘আমরা বোলিংয়ে ভালো করেছি। তবে, পুরো টুর্নামেন্টে ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। আজকেও তার ব্যাতিক্রম ছিল না। এটা হজম করা কঠিন। ক্রিকেটে এমনটা হতে পারে। আমি কৃতিত্ব দিতে চাই নেদারল্যান্ডসকে। তারা দুর্দান্ত বোলিং করেছে। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা খুবই খারাপ করেছি। মুশফিক-মাহমুদউল্লাহ ছাড়া কেউই নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেনি।’
সাকিব আরও যোগ করেন, ‘আমি মনে করি, আমাদের আত্নবিশ্বাসের অভাব রয়েছে। আমরা অনেক আশা নিয়ে এসেছিলাম। তবে, তার ছিটেফোটাও পূরণ হয়নি। পুরো টুর্নামেন্টে বাংলাদেশের খেলায় আমি হতাশ। সত্যি কথা বলতে, এখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন। আমরা এখন শুধু চেষ্টা করতে পারি, এছাড়া আমাদের কাছে কিছুই করার নাই।’
ভক্তদের প্রসঙ্গে সাকিব বলেন,‘আমাদের কাছ থেকে ভক্তদের অনেক প্রত্যাশা। আমরা তা পূরণ করতে পারিনি। তাই তারা আমাদের যেকোনো কিছু বলার অধিকার রাখে। আর এমন পারফরম্যান্সের পর সেটাই স্বাভাবিক। আর এটা স্মরণকালের সবচেয়ে বাজে বিশ্বকাপ। আমাদের পর্যাপ্ত প্রস্তুতি ছিল না।’

স্পোর্টস ডেস্ক