ছক্কার নতুন রেকর্ড গড়লেন রোহিত

আধুনিক ক্রিকেট মানেই যেন ধুন্ধুমার ব্যাটিং প্রদর্শনী। সময়ের সঙ্গে ক্রিকেটে কৌশলের চেয়ে পাওয়ার হিটিংয়ের কদর বেড়েছে। টি-টোয়েন্টির তাপ লেগেছে ওয়ানডের গায়েও। তার সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে ব্যাটারদের ছক্কা মারার অলিখিত প্রতিযোগিতা। বর্তমানে খেলছেন, এমন ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড রোহিত শর্মার দখলে। ভারতীয় অধিনায়কের ডাকনামই যে হয়ে গেছে ‘রো-হিটম্যান।’ এবার তিনি গড়লেন ছক্কার নতুন রেকর্ড। এক বছরে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ড এখন তার।
চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ রোববার (১১ নভেম্বর) নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে ভারত। ৫৪ বলে ৬১ রানের ইনিংস খেলেন রোহিত। ইনিংসে দুটি ছয় মারেন তিনি। দুই ছয়ে গড়েন দুটি রেকর্ড। ২০১৫ সালে এক বছরে ৫৮টি ছক্কা মারেন দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডি ভিলিয়ার্স। ‘মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি’-খ্যাত ভিলিয়ার্সের রেকর্ড আট বছর পর ভাঙলেন রোহিত। চলতি বছর রোহিত মেরেছেন ৫৯টি ছয়। সেই সংখ্যা যে আরও বাড়বে, তা বলা যায় নিঃসন্দেহে।
পাশাপাশি রোহিত ভেঙেছেন আরও একটি রেকর্ড। আজকের ম্যাচে মারা দ্বিতীয় ছয়টি ছিল চলতি আসরে তার ২৩তম। অধিনায়ক হিসেবে বিশ্বকাপে যেটি সর্বোচ্চ। এর আগে ২০১৯ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে এক আসরে ২২টি ছক্কা মেরেছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক এউইন মরগান।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড শহীদ আফ্রিদির দখলে। ‘বুম বুম আফ্রিদি’-খ্যাত সাবেক পাকিস্তানি তারকা ওয়ানডেতে মেরেছিলেন ৩৫১টি ছক্কা। দ্বিতীয় স্থানে আছেন ‘ইউনিভার্স বস’-খ্যাত ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইল। তার মারা ছয়ের সংখ্যা ৩৩১টি। ৩১৬টি ছক্কা নিয়ে সার্বিকভাবে রোহিত আছেন তৃতীয় স্থানে।