ওয়ার্নারের বিদায়ী টেস্টের আগে আফ্রিদির হুঁশিয়ারি
সদ্যই বিশ্বকাপ জিতে ঘরে ফিরেছে অস্ট্রেলিয়া। দেশে ফিরেই টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান অভিজ্ঞ ব্যাটার ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় বলতে চান বাঁহাতি এই ওপেনার। আর ওয়ার্নারের বিদায়ী টেস্টকে তেতো করতে মুখিয়ে পাকিস্তানি তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি।
চলতি মাসের ১৪ তারিখে পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজ। এরপর ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্টে মাঠে নামবে দুই দল। যদি সুযোগ পান তবে এই ম্যাচই হতে চলেছে অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিড ওয়ার্নারের শেষ টেস্ট। ওয়ার্নারের বিদায়ী টেস্টকে স্মরণীয় করে রাখতে চান প্যাট কামিন্স, স্টিভ স্মিথেরা। তাদের সেই পরিকল্পনা ভেস্তে দিতে চান আফ্রিদি।
আফ্রিদি জানিয়েছেন,‘ ওয়ার্নারের ক্রিকেটজীবন দুর্দান্ত। অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত ক্রিকেট খেলেছেন। তিন ধরনের ক্রিকেটেই দারুণ সফল ক্রিকেটার ওয়ার্নার। মানুষ হিসেবেও খুব ভাল। আমাদের বিরুদ্ধে জীবনের শেষ টেস্ট খেলতে নামবে। আশা করব এই ম্যাচটায় ও ভাল কিছু করতে পারবে না। তাকে দ্রুত আউট করতে চাই।’
ওয়ার্নার এখন পর্যন্ত ১০৯টি টেস্টে ৮৪৮৭ রান করেছেন। ২৫টি শতরান এবং ৩৬টি অর্ধশতরান করেছেন তিনি। টেস্টে তাঁর ব্যাটিং গড় ৪৪.৩৩।