তহুরার জোড়া গোল, প্রথমার্ধে দুর্দান্ত বাংলাদেশ
নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। বড় জয়ে স্রেফ উড়িয়ে দিয়েছে প্রতিপক্ষকে। এবার দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত বাংলাদেশ নারী ফুটবল দল। ম্যাচের প্রথমার্ধেই সিঙ্গাপুরকে তিন গোল দিয়ে নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছেন সাবিনা খাতুনরা।
ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ সোমবার (৪ ডিসেম্বর) সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে বাংলাদেশের মেয়েরা। বিরতির আগে জোড়া গোল করেছেন তহুরা খাতুন ও বাকিটি এসেছে ঋতুপর্ণা চাকমার পা থেকে।
কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ১৬তম মিনিটেই উৎসবের উপলক্ষ্য পেয়ে যায় বাংলাদেশ। অধিনায়ক সাবিনার ফ্রি কিক বক্সের মধ্যে আফিদার ভলিতে মাথা ছোঁয়ান মাসুরা পারভীন। ছুটে এসে আরেক হেডে ঠিকানায় পাঠান তহুরা।
এগিয়ে যাওয়ার দুই মিনিটের মাথায় আবারও বাংলাদেশ শিবিরে উৎসব। এবারের উৎসব এনে দেন ঋতুপর্ণা চাকমা। সিঙ্গাপুরের ডিফেন্ডারের গায়ে লেগে বল পোস্টের সামনে পড়লে সুযোগ কাজে লাগান ঋতুপর্ণা। দুর্দান্ত প্লেসিংয়ে স্কোরলাইন ২-০ করেন তিনি।
এরপর ২৪ মিনিটে বক্সের মধ্য থেকে সানজিদার শট সিঙ্গাপুরের গোলরক্ষক গ্রিপে নিতে পারেননি। সামনে থাকা ছুটে এসে বল ঠেলে দেন সিঙ্গাপুরের জালে। বাংলাদেশ পায় ৩-০ গোলের লিড। এই লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশের মেয়েরা।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। আজ ব্যবধান কতটুকু রাখতে পারে সেটাই দেখার অপেক্ষা।