শূন্য রানেই ছয় উইকেটের পতন, লজ্জার বিশ্বরেকর্ড ভারতের
ক্রিকেটে চলতি বছরে এখন পর্যন্ত সবচেয়ে ঘটনাবহুল দিন বলা যায় ৩ জানুয়ারিকে। কেননা অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচে দুই পাকিস্তানি ওপেনারের ডাক মারার রেকর্ডের পর একই দিন ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচেও দেখা মিলল আরেক রেকর্ডের। এবার শূন্য রানেই ছয় উইকেট হারিয়ে লজ্জার বিশ্বরেকর্ড গড়ল ভারত।
গতকাল বুধবার (৩ জানুয়ারি) কেপটাউন টেস্টের প্রথম দিনে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের বোলিং তোপে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। জবাবে স্কোরবোর্ডে ১৫৩ রান তুললেও শূন্য রানে ছয় উইকেট হারায় কোহলিরা। কোনো রান না দিয়েই রাবাদারা তুলে নেয় ভারতের শেষ ছয় উইকেট!
নিজের প্রথম পাঁচ ওভারে ৩০ রান দেওয়া লুঙ্গি এনগিদি শুরু করেন এই ধ্বংসযজ্ঞের। ৩৪তম ওভারে কোনো রান দিয়ে তিনি ফেরান লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা ও জাসপ্রিত বুমরাহকে। পরের ওভারে দ্বিতীয় বলে বিরাট কোহলিকে ফেরান রাবাদা। এক বল পর কৃষ্ণার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট মোহাম্মদ সিরাজ। আর পরের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন শেষ ব্যাটসম্যান কৃষ্ণা।
টেস্ট ইতিহাসে এমন ঘটনা ঘটল এই প্রথমবার। শেষ পাঁচ উইকেট জুটিতে এর আগে সর্বনিম্ন রানের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের। ১৯৯০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমসিজিতে দ্বিতীয় ইনিংসে তিন রান তুলতে শেষ পাঁচ উইকেট হারিয়েছিল তারা। ১০ রানের নিচে শেষ পাঁচ উইকেট হারানোর ঘটনা এর আগে ছিল ১৫টি।
এর আগে ২৩.২ ওভারে স্রেফ ৫৫ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দুই দলের প্রথম ইনিংস মিলিয়ে খেলা হয় স্রেফ ৩৪৯ বল। প্রথম দিনে সব মিলিয়ে পতন হয়েছে ২৩ উইকেটের। দিন শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ তিন উইকেটে ৬২। এখনও ৩৬ রানে পিছিয়ে আছে তারা।