ফিফার বর্ষসেরা কোচ গার্দিওলা, সেরা গোলরক্ষক এডারসন
ফিফা বর্ষসেরা কোচের লড়াইয়ে ম্যানচেস্টার সিটিকে ট্রেবল জেতানো পেপ গার্দিওলার সঙ্গে ছিলেন দুই ইতালিয়ান সিমোনে ইনজাগি ও লুসিয়ানো স্পালেত্তি। সবাইকে ছাড়িয়ে ২০২৩ ফিফা বর্ষসেরা কোচের পুরস্কার নিজের করে নিলেন পেপ গার্দিওলা।
গতকাল সোমবার (১৫ জানুয়ারি) দিনগত রাতে অনুষ্ঠিত দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। সেরা কোচ নির্বাচনে ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে।
কোচিং ক্যারিয়ারের শুরু থেকে অসাধারণ সব সাফল্য পেয়ে আসছেন গার্দিওলা। সেই ধারায় গত মৌসুমে তিনি গড়েন অনন্য কীর্তি। ইতিহাসের প্রথম কোচ হিসেবে দুইবার জেতেন ট্রেবল। প্রথমবার তিনি ট্রেবল জয়ের স্বাদ পেয়েছিলেন ২০০৯ সালে বার্সেলোনার হয়ে। আর দ্বিতীয়বার পেয়েছেন ম্যানচেস্টার সিটির ডাগআউটে থেকে। বর্ষসেরা কোচ হওয়ার দৌড়ে তাই গার্দিওলা এগিয়ে ছিলেন।
এদিকে, বর্ষসেরা গোলক্ষকের পুরস্কার জিতেছেন ম্যানসিটির এডারসন। মরক্কোর ইয়াসিন বুনো ও বেলজিয়ামের থিবো কোর্তোয়াকে পেছনে ফেলেছেন তিনি। আগের মৌসুমে দারুণ এক সময় পার করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট দল ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ট্রেবল জয় পূর্ণ করা দলটির হয়ে পুরো সময়ে গোলবার সামলেছেন ব্রাজিলিয়ান এডারসন। ক্লাব ফুটবলের সর্বোচ্চ ওই মঞ্চে ইন্টার মিলানকে শেষ মিনিট পর্যন্ত রুখে দেওয়ার অসামান্য কীর্তি ছিল এই গোলরক্ষকের।