ফিফা দ্য বেস্ট: কে জিতলেন কোন পুরস্কার
কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হলান্ডকে পেছনে ফেলে রেকর্ড অষ্টমবারের মতো ফিফা বর্ষসেরার পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। লন্ডনে জমকালো অনুষ্ঠানে ঘোষণা করা হয়েছে বর্ষসেরা নারী ফুটবলার, বর্ষসেরা গোলরক্ষক এবং বর্ষসেরা নারী ও পুরষ কোচের নাম। এক নজরে দেখে নেওয়া যাক কে কোন পুরস্কার জিতলেন।
বর্ষসেরা পুরুষ ফুটবলার—লিওনেল মেসি
বিশ্বকাপ জেতার পর গত বছর লিওনেল মেসি পেয়েছিলেন অষ্টম ব্যালন ডি’অর। সোমবার লন্ডনে ফিফার সর্বোচ্চ পুরস্কারও গেল তার দখলে। কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হলান্ডকে টপকে ফিফা দ্য বেস্ট হলেন মেসি। তবে এই অনুষ্ঠানে তিনি ছিলেন না। তার হয়ে পুরস্কার বুঝে নেন থিয়েরি হেনরি।
বর্ষসেরা নারী ফুটবলার—আইতানা বোনমাতি
বিশ্বকাপজয়ী স্প্যানিশ দলের তারকা আইতানা বোনমাতি নারী বিভাগে সেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন। ক্যারিয়ারে এ প্রথমবারের মতো সেরা খেলোয়াড়ের মর্যাদা পেলেন বোনমাতি। এ বছরের শুরুতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের অনুষ্ঠিত নারী বিশ্বকাপে স্পেনকে শিরোপা উপহার দেবার স্বীকৃতি হিসেবে বোনমাতি ব্যালন ডি’অর জয় করেছেন। গত বছর তারই জাতীয় দলের আরেক সতীর্থ অ্যালেক্সিয়া পুটেলাস এ ট্রফি জয় করেছিলেন।
ফিফা বর্ষসেরা কোচ (পুরুষ)—পেপ গার্দিওলা
ম্যানচেস্টার সিটিকে ক্লাবটির ইতিহাসের সেরা বছরটি উপহার দিয়ে ফিফার বর্ষসেরা কোচের লড়াইয়ে হট ফেভারিট ছিলেন পেপ গার্দিওলা। দুর্দান্ত একটি বছর কাটানোর স্বীকৃতি হিসেবে সেরার খেতাব জিতলেন অভিজ্ঞ এই কোচই। এ নিয়ে দ্বিতীয়বার বর্ষসেরার খেতাব নিজের করে নিলেন গার্দিওলা।
ফিফা বর্ষসেরা কোচ (নারী)—সারিনা ভাইগমান
সেরা নারী কোচ হয়েছেন ইংল্যান্ড নারী দলের ডাচ কোচ সারিনা ভাইগমান। এই নিয়ে টানা দ্বিতীয় ও মোট চতুর্থবার সেরা নির্বাচিত হলেন তিনি। ২০১৭ সালে প্রথমবার জয়ের পর ২০২০ ও ২০২২ সালেও পুরস্কারটি জেতেন তিনি।
বর্ষসেরা গোলরক্ষক (পুরুষ)—এডারসন
মরক্কোর ইয়াসিন বুনো ও বেলজিয়ামের থিবো কোর্তোয়াকে পেছনে ফেলেছেন এডারসন। আগের মৌসুমে দারুণ এক সময় পার করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট দল ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ট্রেবল জয় পূর্ণ করা দলটির হয়ে পুরো সময়ে গোলবার সামলেছেন এই ব্রাজিলিয়ান।
বর্ষসেরা গোলরক্ষক (নারী)—ম্যারি ইয়ার্পস
মেয়েদের ফুটবলের বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার ইউনাউটেডের ম্যারি ইয়ার্পস। এ বছরের ফিফপ্রো নারী বর্ষসেরা একাদশেও আছেন ইংল্যান্ডের ৩০ বছর বয়সী এই ফুটবলার।
পুসকাস অ্যওয়ার্ড
বছরের সুন্দরতম গোলের স্বীকৃতি হিসেবে ফিফা পুসকাস অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে। বতাফোগোর ২৩ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার মাদ্রুগার নাম ঘোষণ করা হয়। সুন্দরতম গোলের পুরস্কার পেতে মাদ্রুগা পেছনে ফেলেন ব্রাইটন অ্যান্ড হুভ অ্যালবিওনের হুলিও এন্সিসকো ও স্পোর্টিং সিপির নুনো সান্তোসকে। ব্রাজিলের সেরি বি’র ম্যাচে গত ২৭ জুন নভোরিজন্তিনোর বিপক্ষে জয়সূচক গোলটি করেন মাদ্রুগা। ৯১ হাজার ফুটবল ভক্ত ও জুরিরা সেটিকেই বেছে নেন পুসকাস অ্যাওয়ার্ডের জন্য।
ছেলেদের ফিফা ফিফপ্রো সেরা একাদশ
গোলকিপার – থিবো কর্তোয়া
রক্ষণভাগ – রুবিন দিয়াজ, জন স্টোনস, কাইল ওয়াকার
মাঝমাঠ – জুড বেলিংহাম, কেভিন ডি ব্রুইন ও বার্নান্দো সিলভা
আক্রমণভাগ – লিওনেল মেসি, আর্লিং হলান্ড, ভিনিসিয়াস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে
মেয়েদের ফিফা ফিফপ্রো সেরা একাদশ
গোলকিপার – মেরি ইয়ার্পস
রক্ষণভাগ – লুসি ব্রোঞ্জ, ওগলা কারমোনা, অ্যালেক্স গ্রিনউড
মাঝমাঠ – আইতানা বোনমাতি, ইল্লা টনি, কাইরা ওয়ালশ
আক্রমণভাগ – লওরেন জেমস, স্যাম কের, অ্যালেক্স মরগান ও অ্যালিসিয়া রুসো।