সৌম্যর নটআউট নিয়ে ক্ষুব্ধ লঙ্কানরা, এরপর যা হলো

বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই মানেই উত্তাপ। অন্তত গত কয়েক বছরে এটিই যেন ধারাপাত। দুদল মাঠে নামবে, আর বিতর্ক হবে না, এমনটি ভাবনার বাইরে। সেই রেশ দেখা গেল চলমান টি-টোয়েন্টি সিরিজেও। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ বুধবার (৬ মার্চ) সৌম্য সরকারের একটি আউট নিয়ে ম্যাচের মাঝপথে বাধে ঝামেলা।
বাংলাদেশ ইনিংসের চতুর্থ ওভারে বিনুরা ফার্নন্দেজের শর্ট বল পুল করতে গিয়ে ব্যর্থ হন সৌম্য। বল জমা পড়ে উইকেটের পেছনে থাকা কুশল মেন্ডিসের হাতে। লঙ্কানদের আবেদনে অনফিল্ড আম্পায়ার সাড়া দেন। রিভিউ নেন সৌম্য। তাতেও দেখা যায়, প্রায় আউটই হয়ে যাচ্ছেন তিনি। এটা ভেবেই কি না সাজঘরের দিকে হাঁটা ধরলেন সৌম্য।
থার্ড আম্পায়ার সিদ্ধান্ত দিলেন নটআউট। সৌম্য জীবন পেয়ে ফিরে এলেন ক্রিজে। কিন্তু, ততক্ষণে নাখোশ লঙ্কান ক্রিকেটাররা। ঘিরে ধরেন মাঠের আম্পায়ারকে। তবে, থার্ড আম্পায়ার সিদ্ধান্ত বদলাননি। কেবল শ্রীলঙ্কার ক্রিকেটাররাই নন, কোচ ক্রিস সিলভারউড দ্বারস্থ হন চতুর্থ আম্পায়ারের। তাতে অবশ্য কাজের কাজ হয়নি।
জীবন পেয়ে সৌম্য খুব একটা ভালো করতে পারেননি। রিভিউ বিতর্কের সময় ১৪ রানে থাকা এই ওপেনার শেষ পর্যন্ত ২২ বলে ২৬ রান করে আউট হন। মাথিশা পাথিরানার বলে মিডউইকেটে স্পষ্ট ক্যাচ নেন অ্যাঞ্জেলো ম্যাথুস। এবার আর দেননি কোনো বিতর্কের সুযোগ।