বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেলেন মার্শ

টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঠে গড়াতে আর খুব বেশিদিন বাকি নেই। বেশিরভাগ দলই তার চূড়ান্ত স্কোয়াড বাছাই করে ফেলেছে। এখন শুধু ঘোষণার অপেক্ষা। আর বিশ্বকাপের ঠিক ৩৯ দিন আগে বড় দুঃসংবাদ পেলেন অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার মিচেল মার্শ।
গতকাল সোমবার (২২ এপ্রিল) এক বিবৃতির মাধ্যমে চোটের কারণে আইপিএলের চলতি আসর থেকে মার্শের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে দিল্লি ক্যাপিটালস। যদিও অনেকদিন আগেই আইপিএল থেকে দেশে ফিরে যান তিনি। তখনই টুর্নামেন্টের বাকি অংশে তাকে পাওয়া নিয়ে জাগে শঙ্কা।
গত ৩ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচে বোলিংয়ের সময় ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান মার্শ। সেদিন পরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় বলে আউট হয়ে যান শূন্য রানে। এর কিছু দিন পরই তিনি দেশে ফিরে যান। বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়াতে আছেন তিনি। বিশ্বকাপের আগে চোট কাটিয়ে মাঠে ফিরতে পারবেন কি না, সেই বিষয়ে এখনও কিছুই জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।
আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার কথা মার্শের। সেই ভাবনা থেকেই ৩২ বছর বয়সী এই ক্রিকেটারকে নিয়ে বেশ সতর্ক বোর্ড। এবারের আইপিএলে দিল্লির হয়ে চার ম্যাচে তিনি রান করেছেন ৬১, সর্বোচ্চ ২৩। পেস বোলিংয়ে একটি উইকেট নিয়েছেন ৮ ওভার করে।
চলতি আইপিএলে তিন জয় ও পাঁচ হারে পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে আছে দিল্লি। প্লে অফে জায়গা করে নেওয়ার লড়াইয়ে এখনও আছে তারা, ম্যাচ বাকি আছে ৬টি। এমন গুরুত্বপূর্ণ সময়ে এই অলরাউন্ডারের ছিটকে যাওয়ার খবর অস্বস্তিতে ফেলেছে টিম ম্যানেজমেন্টকে।