বার্সাতেই থাকছেন জাভি হার্নান্দেজ
গত জানুয়ারিতে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ জানিয়েছিলেন, চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়বেন তিনি। চার মাস না যেতেই সিদ্ধান্ত বদলালেন জাভি। আগামী মৌসুমেও বার্সা কোচের দায়িত্বে থাকবেন এই তারকা। এরসঙ্গে কাতালান ক্লাবটির চুক্তি ২০২৫ পর্যন্ত। চুক্তি শেষ করেই ক্লাব ছাড়বেন জাভি।
গোল ডটকমে প্রকাশিত আজ বৃহস্পতিবারের (২৫ এপ্রিল) প্রতিবেদন অনুসারে, চলতি মৌসুমেই ক্লাব ছাড়তে চেয়েছেন জাভি। লা লিগার শিরোপা দৌড়ে পিছিয়ে পড়া এবং চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ায় নিজেকে অযোগ্য মনে করেছেন জাভি। তবে, ক্লাব কর্তৃপক্ষ বেশ কয়েকবার বসেছে তার সঙ্গে। তাকে বোঝানোর চেষ্টা করেছে। অবশেষে সেই চেষ্টা সফল হলো।
জাভি বার্সা ছাড়ার ঘোষণা দেওয়ার পর সম্ভাব্য কোচ হিসেবে অনেকের কথাই সামনে এসেছিল। সবচেয়ে বেশি আসা নামটি মিকেল আর্তেতা। স্পেনের বয়সভিত্তিক দল ও বার্সার ‘বি’ দলে খেলা আর্তেতা খেলোয়াড় হিসেবে দাপিয়ে বেড়িয়েছিলেন আর্সেনাল, এভারটন, রিয়াল সোসিয়েদাদ।
খেলোয়াড়ি জীবন শেষে ৪১ বছর বয়সী এই তারকা তিন বছর ছিলেন ম্যানচেস্টার সিটির সহকারি কোচ। ২০১৯ সালে দায়িত্ব নেন আর্সেনাল কোচের। তবে, জাভির থেকে যাওয়ার সিদ্ধান্তে আপাতত নতুন কোচের খোঁজ বন্ধ করেছে বার্সেলোনা।