অপেক্ষার পর সৈকতের সেঞ্চুরি, জাকিরের ব্যাটেও শতকের হাসি
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপা নিষ্পত্তি হয়ে গেছে আগেই। শিরোপা উঠেছে ঢাকা আবাহনীর হাতে। এতে অবশ্য লিগের জৌলুস কমেনি এতটুকু। বরং, আকর্ষণীয় হয়ে উঠেছে পরের ম্যাচগুলোও। বিশেষত আজ শুক্রবার (৩ মে) ডিপিএল দেখেছে তিনটি বিধ্বংসী শতক।
সাকিব আল হাসানের পর ডিপিএলে আজ সেঞ্চুরি করেন জাকির হাসান ও মোসাদ্দেক হোসেন সৈকত। দুজনই খেলেন লিস্ট এ ক্রিকেটে ক্যারিয়ার সেরা ইনিংস। প্রাইম ব্যাংকের হয়ে মাঠে নামা জাকিরের ব্যাট থেকে আসে ১৩২ বলে ১৫৮ রানের দুর্দান্ত ইনিংস। বিকেএসপি তিন নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে তার ইনিংসটি সাজানো ছিল আটটি চার ও ১২টি ছক্কায়।
চ্যাম্পিয়ন হওয়ার পর আবাহনী মাঠে নেমেছে আজ। দলের পক্ষে মোসাদ্দেকের ব্যাট থেকে আসে ১০১ বলে ১৩৩ রানের চমৎকার ইনিংস। চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে নিজের ইনিংসটি সাজান আটটি চার ও ১০টি ছক্কার মারে। দীর্ঘ ৫ বছর পর শতকের দেখা পেয়েছেন এই আবাহনীর তারকা ক্রিকেটার।
এ ছাড়া, ডিপিএল আজ সেঞ্চুরি হাঁকিয়েছেন সাকিব। বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাত্র ৭৯ বলে ১০৭ রানের ঝলমলে ইনিংস খেলেন দেশসেরা অলরাউন্ডার। যা সাজানো ছিল ৯টি চার ও সাতটি ছক্কায়। বিশ্বকাপের আগে ব্যাট হাতে সাকিবের এমন ফর্মে ফেরার আভাস দলের জন্য সুখবরই বটে। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটিতে নেই সাকিব। নিজের প্রস্তুতিটা ঝালিয়ে নিতে প্রিমিয়ার লিগের মঞ্চকে বেছে নিয়েছেন তিনি।