দলকে জিতিয়ে স্ট্রাইক রেট নিয়ে যা বললেন কোহলি
আইপিএলটা চমৎকার কাটছে বিরাট কোহলির। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারকা প্রতি ম্যাচেই পাচ্ছেন রানের দেখা। এরমধ্যে পেরিয়েছেন ৬০০ রানের ঘর। ৬৩৪ রান নিয়ে সবার শীর্ষে তিনি। তবু, তাকে নিয়ে সমালোচনার শেষ নেই। সমালোচনার বিষয়, কোহলির স্ট্রাইক রেট।
আইপিএলে গতকাল বৃহস্পতিবার (৯ মে) পাঞ্জাব কিংসকে আরসিবি হারিয়েছে ৬০ রানে। তাতে সবচেয়ে বড় অবদান কোহলির। ৪৭ বলে সাতটি চার ও ছয়টি ছক্কায় ৯২ রানের অনবদ্য এক ইনিংস খেলেন তিনি। স্ট্রাইক রেট ১৯৫.৭৪। ম্যাচসেরার পুরস্কার ওঠে তারই হাতে। পুরস্কার নিতে এসে স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার জবাব দিলেন কোহলি।
কোহলি বলেন, ‘আমি কোয়ালিটিতে বিশ্বাসী। ক্যারিয়ারের এই সময়ে এসে কয়েকটি ম্যাচ ভালো খেলার চেয়ে নিজেকে ধরে রাখার প্রতি মনোযোগ আমার। এটা ঠিক, খেলাটা (আইপিএল) আগ্রাসনের দাবি রাখে। কিন্তু, সবসময় আগ্রাসী হতে গিয়ে ভুল করলে সমালোচিতই হতে হবে। তার চেয়ে নিজের মান ধরে রেখে এগোনো ভালো। যদি এখন আমার দিকে তাকান, মনে হয় আগের চেয়ে ভালো করছি।’
এর আগেও এই বিষয়ে কথা বলেছিলেন কোহলি। তখন তিনি বলেন, ‘মানুষ অনুমানের ওপর অনেক কথাই বলতে পারে। তবে, যারা মাঠে কাজটা করে, তারা জানে আসলে কী ঘটছে। আমি খুব আক্রমণাত্মক হতে চাই না, বোলারকে ভাবনায় ফেলতে চাই। তারা চাইবে, আমি যেন আক্রমণাত্মক হই এবং আউট হই। বোলারকে বিভ্রান্ত করে ব্যাটিংয়ে এগিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ।’